PUBG Ban In India

কেউ পক্ষে কেউ বিপক্ষে, পাবজি ব্যান নিয়ে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

পাবজি ব্যান ইস্যুতে নেটাগরিকরা যেন স্পষ্ট দু’টি শিবিরে বিভক্ত হয়ে গিয়েছেন। এক দিকে যেমন অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে খোঁচা দিচ্ছেন পাবজি প্রেমীদের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ১৬:২৫
Share:

সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া ছবি।

পাবজি প্রেমীদের কাছে ২ সেপ্টেম্বর, বুধবার একটা বড় ধাক্কার দিন। ওই দিন নরেন্দ্র মোদী সরকার পাবজি সহ আরও ১১৭ চিনা অ্যাপ ব্যান করার ঘোষণা করেন। আর তার পর থেকেই পাবজি ব্যান নিয়ে নানা রকম মিমের বন্যা বইছে। সেখানে দেখা যাচ্ছে, কেউ সরকারের কাছে আবেদন করছেন এমন কাজ না করার জন্য। কেউ আবার খুশি হয়েছেন, সন্তানরা আর পাবজি খেলে সময় ‘নষ্ট’ করতে পারবে না।

Advertisement

পাবজি ব্যান ইস্যুতে নেটাগরিকরা যেন স্পষ্ট দু’টি শিবিরে বিভক্ত হয়ে গিয়েছেন। এক দিকে যেমন অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে খোঁচা দিচ্ছেন পাবজি প্রেমীদের। অন্যদিকে এভাবে এমন জনপ্রিয় একটি গেমকে ব্যান করে দেওয়া কয়েক লাখ পাবজি-প্রেমী মোটেই মেনে নিতে পারছেন না। দু’ পক্ষের সেই মনোভাব স্পষ্ট প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মিমের মাধ্যমে।

বেশ কিছু ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে পাবজি ব্যান নিয়ে। কিন্তু এর মধ্যে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ঘুরে বেড়াচ্ছে। সলোনি গৌর নামে এক কমেডিয়ান পাবজি ব্যান নিয়ে কৌতুক ভিডিয়োটি বানিয়েছেন। এতে তিনি মজার ছলেই বেকারত্ব আর পাবজির ইস্যুকে তুলে ধরেছেন।

Advertisement

আরও পড়ুন: ফাঁদে পড়া নেকড়েকে মুক্ত করার পর কী করলেন দেখুন উদ্ধারকারী

দেখুন সেই ভিডিয়ো:

আর এই ধরনের মিম তৈরির সময় বলিউড, হলিউডের ফিল্মের স্ক্রিন শট ব্যবহার হবে না, তা কী করে হয়! পাবজি ব্যান নিয়ে যেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত থেকে লিওনার্দো ডি ক্যাপ্রিয় সবাই উপস্থিত। আর এমন এক সিদ্ধান্ত নেওয়ার পর স্বভাবিক ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গাঁধীর ছবি দিয়েও মিম তৈরি হচ্ছে।

আরও পড়ুন: শরীরে কামড়ে ধরেছে হাঙর, পোষ্যের মতো কোলে তুলে নিয়ে এলেন যুবক

দেখুন সেই পোস্ট:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন