Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Viral video

ফাঁদে পড়া নেকড়েকে মুক্ত করার পর কী করলেন দেখুন উদ্ধারকারী

জঙ্গল সংলগ্ন এক জায়গায় একটি নেকড়ের সামনের দু’টি পা কোনও ফাঁদে পড়ে আটকে গিয়েছে। বেচারা কোনও ভাবেই তা থেকে মুক্ত হতে পারছে না।

টুইটার থেকে নেওয়া ছবি।

টুইটার থেকে নেওয়া ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৮
Share: Save:

অন্য কাউকে বাঁচাতে কত জনই বা আর নিজের জীবনের বাজি রাখে! তাও আবার একটি নেকড়েকে বাঁচাতে। এমনই একটি ভিডিয়ো সামনে এল। নিজের ক্যামেরা অন করে নেকড়েটিকে উদ্ধার করতে যান ওই ব্যক্তি। যাতে যদি তাঁর কিছু হয়ে যায়, তবে সবাই জানতে পারেন কী হল শেষ পর্যন্ত।

ভিডিয়োটি নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা। সেখানে দেখা যাচ্ছে, জঙ্গল সংলগ্ন এক জায়গায় একটি নেকড়ের সামনের দু’টি পা কোনও ফাঁদে পড়ে আটকে গিয়েছে। বেচারা কোনও ভাবেই তা থেকে মুক্ত হতে পারছে না। এবার তাঁর উদ্ধারকর্তা হয়ে সামনে আসেন এক ব্যক্তি। তিনি একটি ধাতব রড দিয়ে অনেক কষ্টে নেকড়ের পা থেকে সেই ফাঁদটি খুলে দেন।

নেকড়েটির প্রথমে মনে হয় বিশ্বাস হচ্ছিল না, ওই ব্যক্তি তাকে উদ্ধার করতে এসেছেন। সে প্রথমে ঠিক সহযোগিতার মুডে ছিল না। পরে সম্ভবত যখন সে বুঝতে পারে, ওই ব্যক্তি তার প্রাণ বাঁচানোর চেষ্টে করছে। সেই মতো সে যেন কিছুটা শান্ত হয়ে থাকে।

আরও পড়ুন: শরীরে কামড়ে ধরেছে হাঙর, পোষ্যের মতো কোলে তুলে নিয়ে এলেন যুবক

আরও পড়ুন: মায়ের উপর ‘অত্যাচারের’ বদলা, আঘাতকারীকে পা দিয়ে মেরে ফেলে দিল বাছুর​

পা থেকে ফাঁদটি খুলে দেওয়ার পরই দৌড়ে পালিয়ে যান ওই ব্যক্তি। তিনি হয়তো ভেবেছিলেন, যদি নেকড়িটি উল্টে তাঁকেই আক্রমণ করে বসে, বিপদ হবে। তবে তেমন কিছুই হয়নি। নেকড়েটি একবার ওই ব্যক্তিকে ঘাড় ঘুরিয়ে দেখে, তার পরই উল্টো দিকে দৌড় দেয়। আর যেহেতু ওই ব্যক্তি মোবাইলের ক্যামেরা অন করে সামনে সেট করে রেখেছিলেন, তাই গোটা ঘটনা তাতে রেকর্ড হয়ে যায়। সুশান্ত অবশ্য উল্লেখ করেননি, ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি হয়েছে।

দেখুন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral video Wolf Man Social Media Twitter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE