ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ভারত-পাকিস্তান সংঘাত এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ খুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জানালেন, ভারতের মাটিতে পাকিস্তানের হামলা এবং তার ক্ষয়ক্ষতির কোনও ছবি প্রকাশ্যে আসেনি। নেই কোনও প্রমাণ। তা সত্ত্বেও বিদেশি কিছু সংবাদমাধ্যম এই সংক্রান্ত ভুল তথ্য প্রচার করে চলেছে, দাবি ডোভালের। পাকিস্তানের মাটিতে ভারতের হামলা এবং পাক জঙ্গিঘাঁটিগুলির ধ্বংসস্তূপের অনেক ছবি প্রকাশ্যে এসেছে বলে জানান তিনি। দাবি, সেই কৃত্রিম উপগ্রহচিত্রই সত্য চিনিয়ে দিচ্ছে। এ বিষয়ে বিদেশি সংবাদমাধ্যমের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ডোভাল।
শুক্রবার আইআইটি মাদ্রাজের ৬২তম সমাবর্তনে গিয়েছিলেন ডোভাল। সেখানেই তাঁর ভাষণে ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ ওঠে। ডোভাল দাবি করেন, বিদেশি সংবাদমাধ্যমগুলি এ বিষয়ে একতরফা খবর প্রকাশ করেছে। পাকিস্তান কী কী করেছে, তা তারা দেখিয়েছে। কিন্তু প্রামাণ্য নথি অর্থাৎ ছবি অন্য কথা বলছে। ডোভাল বলেন, ‘‘বিদেশি সংবাদমাধ্যমগুলি বলছে, পাকিস্তান এই করেছে, পাকিস্তান ওই করেছে। আপনি আমাকে একটা ছবি দেখান, যেখানে ভারতের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে। একটা কাচ ভাঙারও ছবি নেই। তা সত্ত্বেও বিদেশি সংবাদমাধ্যম এই সমস্ত তথ্য প্রচার করেছে। ছবিতে শুধু দেখা গিয়েছে পাকিস্তানের ১৩টি বিমানঘাঁটি। ১০ মে-র আগে এবং পরে। তা সে সরগোধাই হোক বা রহিম ইয়ার খানই হোক বা চকলালা।’’
সিঁদুর অভিযান নিয়ে কথা বলতে গিয়ে ভারতে তৈরি প্রতিরক্ষা অস্ত্রের প্রসঙ্গ তোলেন ডোভাল। দাবি, ভারতের নিজস্ব অস্ত্র পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই ধরনের প্রযুক্তি আরও তৈরি করা প্রয়োজন বলে জানান তিনি। ডোভাল বলেন, ‘‘আমাদের নিজস্ব প্রযুক্তি তৈরি করতে হবে। আমরা গর্বিত, সিঁদুর অভিযানে আমাদের প্রযুক্তি নিয়ে। তা সে ব্রহ্মস হোক বা আমাদের বিমান নিয়ন্ত্রণ ও কমান্ড সিস্টেম হোক। আমরা ঠিক করেছিলাম, পাকিস্তানের ন’টি জঙ্গিঘাঁটিতে হামলা চালাব। সেগুলি ছাড়া আর কোথাও আমরা কিছু করিনি। গোটা অভিযানটি আমরা ২৩ মিনিটের মধ্যে সম্পন্ন করেছি।’’
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। ৬ মে মধ্যরাতে পাকিস্তানে সেনা অভিযান চালানো হয়, যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস হয় ভারতের হামলায়। তার পর থেকে টানা চার দিন ভারত এবং পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত চলেছে। ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। পরে বিদেশি একটি সংবাদমাধ্যমে ভারতীয় সেনার সর্বাধিনায়ক অনিল চৌহান জানান, পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে কতগুলি, তা আর খোলসা করেননি। পাকিস্তানের দাবি, তারা ভারতের একাধিক যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে ভারতের অন্দরে পাক হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি, জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।