স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আত্মঘাতী হলেন স্ত্রী। ছবি: সংগৃহীত।
মাত্র আট মাস আগে বিয়ে হয়েছিল। স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ‘আত্মঘাতী’ হলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডের ব্যক্তিগত সহকারীর স্ত্রী! শনিবার রাতে মধ্য মুম্বইয়ের ওরলি এলাকায় ঘটনাটি ঘটেছে। নিজের বাড়ি থেকেই ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ বিষয়টি খুন না আত্মহত্যা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন সূত্রে খবর, যে মহিলার মৃত্যু হয়েছে, তার নাম গৌরী পালভে। ঘটনাচক্রে, তিনি রাজ্যের পশুপালন ও পরিবেশ মন্ত্রী পঙ্কজার ব্যক্তিগত সহকারী অনন্ত গর্জের স্ত্রী। শনিবার রাতে ওরলির বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে অনন্তের সঙ্গে গৌরীর বিয়ে হয়েছিল। মুম্বইয়ের এক হাসপাতালে দন্ত চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন গৌরী। অভিযোগ, বিয়ের পর থেকে ওই দম্পতির মধ্যে বনিবনা ছিল না। গৌরীর পরিবারের দাবি, তাঁদের মেয়েকে প্রায়ই মারধরও করতেন অনন্ত। ওই যুবকের কঠোর শাস্তি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
রবিবার পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন ওই যুবতী। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুবতীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।