Gujrat

চিতা বাঘের জন্য পেতে রাখা খাঁচায় পড়ে গেলেন ৬৫ বছরের বৃদ্ধা, তারপর...

গুজরাটের তাপি জেলার লোটাভা গ্রামে গত কয়েকদিন ধরেই বেড়েছিল চিতা বাঘের উপদ্রব। তার হাত থেকে রেহাই পেতে খাঁচা পেতেছিল বন দফতরের কর্মীরা। কিন্তু সেই খাঁচায় বন্দি হলেন ৬৫ বছরের এক বৃদ্ধা! শুধু তাই নয়, প্রবল ঠান্ডায় সারারাত তাঁর কাটল সেই খাঁচার ভিতরেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৮
Share:

খাঁচায় বন্দি সেই মহিলা।

গুজরাটের তাপি জেলার লোটাভা গ্রামে গত কয়েকদিন ধরেই বেড়েছিল চিতা বাঘের উপদ্রব। তার হাত থেকে রেহাই পেতে খাঁচা পেতেছিল বন দফতরের কর্মীরা। কিন্তু সেই খাঁচায় বন্দি হলেন ৬৫ বছরের এক বৃদ্ধা! শুধু তাই নয়, প্রবল ঠান্ডায় সারারাত তাঁর কাটল সেই খাঁচার ভিতরেই।

Advertisement

কামিল কুশল চৌধরি নামে সেই মহিলা তাপি জেলারই ভানওয়ারি গ্রামের বাসিন্দা। গত কিছুদিন ধরেই গেঁটে বাতের কষ্টে ভুগছিলেন। তাই জামাই দেবসঙ্গ চৌধরির সঙ্গে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। চিকিৎসক তাঁকে ইঞ্জেকশন নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ইঞ্জেকশনে বড় ভয় তাঁর! তাই কাউকে কিছু না বলে হেঁটেই বাড়ির দিকে রওয়ানা দেন তিনি। পা’য়ে ব্যথা থাকায় জোরে পা চালিয়ে হাঁটতে পারছিলেন না তিনি। ফলে জঙ্গলের পথে সন্ধে হয়ে যাওয়াতেই ঘটে বিপত্তি। সেখানেই চিতা বাঘ ধরবার জন্য খাঁচা পেতে রেখেছিলেন বনদফতরের কর্মীরা। ভুলবশত সেই খাঁচার মধ্যেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যায় খাঁচাটি।

সারা রাত শীতের মধ্যে থেকে জ্বর চলে আসে সেই মহিলার। পরের দিন সকালে কিছু গ্রামবাসী তাঁকে দেখতে পেলে ওই খাঁচা থেকে উদ্ধার করেন তাঁকে।

Advertisement

আরও পড়ুন: দুইয়ের বেশি সন্তান! বিশেষ সরকারি সুবিধা দেবে অন্ধ্রপ্রদেশ

কয়েকদিন আগে একটি চিতা বাঘ ইতিমধ্যেই ওই খাঁচায় ধরা পড়লেও, ওই খাঁচাটি কেন ওইখানে ছিল প্রশ্ন উঠেছে তা নিয়ে। বনদফতর থেকে জানানো হয়েছে যে, আরও একটি চিতা বাঘ ওই অঞ্চলে আছে বলে তাঁদের সন্দেহ। তাই ওই খাঁচাটি সরানো হয়নি ওই স্থান থেকে।

আরও পড়ুন: কোর্টে আত্মসমর্পণ ’৮৪-র শিখবিরোধী দাঙ্গায় দোষী সজ্জনের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন