Moradabad

‘লাভ জেহাদ’? সম্মতির বিয়েতেও গ্রেফতার যুবক

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বজরং দলের লোকজন এক যুবক ও তাঁর সঙ্গীদের ঘিরে ধরেছে। জানতে চাইছে, সদ্য জারি হওয়া অধ্যাদেশ অনুযায়ী হিন্দু তরুণীর ধর্ম বদলের বিষয়ে বিয়ের আগে তাঁরা জেলাশাসকের দফতরে নোটিস দিয়েছিলেন কি না।

Advertisement

সংবাদ সংস্থা

মোরাদাবাদ শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ০৩:৪১
Share:

প্রতীকী ছবি।

প্রাপ্তবয়স্ক হিন্দু মেয়েকে, তাঁর সম্মতিতেই বিয়ে করেছেন কিছু দিন আগে। ম্যারেজ রেজিস্ট্রারের দফতরে তা নথিভুক্ত করাতে গিয়ে গ্রেফতার হলেন মোরাদাবাদের এক মুসলিম যুবক। গ্রেফতার করা হয়েছে তাঁর ভাইকেও। শুক্রবারের এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

Advertisement

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বজরং দলের লোকজন ওই যুবক ও তাঁর সঙ্গীদের ঘিরে ধরেছে। জানতে চাইছে, সদ্য জারি হওয়া অধ্যাদেশ অনুযায়ী হিন্দু তরুণীর ধর্ম বদলের বিষয়ে বিয়ের আগে তাঁরা জেলাশাসকের দফতরে নোটিস দিয়েছিলেন কি না। রাস্তায় ঘিরে ধরে জেরাতেই থামেনি বিষয়টি। খবর যায় পুলিশে। তারা এসে গ্রেফতার করেছে দু’জনকে।

তরুণীটি আদৌ ধর্ম বদলেছেন কি না তা জানা যায়নি। তবে তাঁর বক্তব্য স্পষ্ট, “আমি সাবালিকা। স্বেচ্ছায় বিয়ে করেছি।” মোরাদাবাদের কাঁঠ থানার পুলিশ অফিসার অজয় গৌতম জানাচ্ছেন, তরুণীর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে ওই যুবক ও তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে। আদালতেই বিষয়টির ফয়সালা হবে।

Advertisement

ধৃত মোরাদাবাদের যুবকটির সঙ্গে বিজনৌরের তরুণীটির আলাপ হয় দেহরাদূনে। যুবকটি সেখানে কাজ করেন। মেয়েটি পড়তে গিয়েছিলেন সেখানে। বিয়ের উদ্দেশ্য শুধুমাত্র ধর্মান্তরণ বলে প্রমাণিত হলে নয়া অধ্যাদেশ অনুযায়ী কারাদণ্ড হতে পারে যুবকের ও তাঁর পরিবারের। উত্তরপ্রদেশে ধর্মান্তরণের উদ্দেশ্যে হিন্দু মেয়ের বিয়ে রোখার অধ্যাদেশ জারি হতেই একের পর এক ধরপাকড় শুরু করেছে যোগী আদিত্যনাথের পুলিশ। ‘লাভ জেহাদ’ রোখার নামে ময়দানে নেমেছে বজরং দল। সীতাপুরে পুলিশ সম্প্রতি সাত জনকে গ্রেফতার করেছে। লখনউয়ে বন্ধ করেছে এক যুগলের বিয়ে। মেরঠে ও অন্যত্র বিভিন্ন থানায় দায়ের হয়েছে এফআইআরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন