পরিবারের মধ্যে অশান্তি হয় মূল যে ১০টি কারণে

অফিস থেকে বাড়ি ফিরলেন আর শুরু হল ঘ্যানঘ্যান। ধুত্তোর! কাহাতক আর সহ্য করা যায়! কিংবা বাড়িতেই আছেন হঠাৎ কোথা থেকে যে অশান্তি উড়ে এসে জুড়ে বসল, তার হদিশ ফেলু মিত্তিরও পাবে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ১৬:২৩
Share:

অফিস থেকে বাড়ি ফিরলেন আর শুরু হল ঘ্যানঘ্যান। ধুত্তোর! কাহাতক আর সহ্য করা যায়! কিংবা বাড়িতেই আছেন হঠাৎ কোথা থেকে যে অশান্তি উড়ে এসে জুড়ে বসল, তার হদিশ ফেলু মিত্তিরও পাবে না।

Advertisement

পারিবারিক অশান্তির জেরে নাজেহাল প্রতিটি পরিবার। প্রায় সব পরিবারেই ছোটখাটো বাক-বিতণ্ডা লেগেই রয়েছে। পরিবারের মধ্যে অশান্তি লাগার পিছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। কিন্তু, কিছু কিছু কারণ আছে যেগুলো প্রায় প্রতিটি পরিবারে ঝামেলার মূলে রয়েছে। এগুলো আগে থেকে জানা থাকলে ব্যবস্থা নেওয়া যেতে পারে খুব সহজেই। এক নজরে সেই সব কারণগুলো দেখে নিন।

আরও দেখুন: জীবনে সফল হতে চান? এই আট মন্ত্র মেনে চলুন

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement