চোখকে ধোঁকা দেওয়া এই ছবিগুলিতে ফোটোশপের হাত নেই!

অসাধারণ টাইমিং, কিছুটা কপালজোর আর ফটোগ্রাফারের দুর্দান্ত ভাবনার মিশেলে এমন অদ্ভুত সব ছবি তৈরি হয়, যা চোখকে ধোঁকা দিতে পারে সহজেই। আসুন দেখে নেওয়া যাক তেমনই কিছু দুর্দান্ত ছবি।

Advertisement
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ১৬:৪৪
Share:
০১ ০৮

ভাবছেন কী অদ্ভুত ভাবে তাকিয়ে ঘুমোচ্ছে লোকটা! একটু ভাল করে দেখলেই বুঝবেন আসলে একটি মেয়ের মুখের উপর রাখা ম্যাগাজিনের কভারের ছবি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ছবি তোলার গুণে।

০২ ০৮

গ্যালিভার-এর কথা মনে পড়ে যাচ্ছে কি ছবিটা দেখে? এটাও অসাধারণ টাইমিংয়ে ছবি তোলার ফলে তৈরি।

Advertisement
০৩ ০৮

কী মনে হচ্ছে! চোখ ডুবে রয়েছে সাবান জলের মধ্যে? ভাল করে দেখলেই বুঝবেন এ ছবিতে কোনও চোখ আদপে নেই।

০৪ ০৮

শরীরটা শিশুর অথচ মুখটা...একটু ভাল করে লক্ষ্য করলেই গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।

০৫ ০৮

কী সাংঘাতিক স্টান্ট তাই না! দেওয়ালের উপর এ ভাবে সাইকেল চালানো সম্ভব! আসলে এঁরা তিন জনেই রাস্তায় শুয়ে অদ্ভুত কায়দায় ছবিটি তুলেছেন।

০৬ ০৮

মানুষ আর কুকুরের শরীর মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ছবি তোলার গুণে।

০৭ ০৮

মানুষের শরীরে ধ্যানস্থ কুকুর! আসলে মনিবের কোলে চোখ বুজে বসে রয়েছে তাঁর আদুরে পোষ্য।

০৮ ০৮

দাঁড়িয়ে রয়েছে বিশাল সিগাল। পেছন দিয়ে হেঁটে যাচ্ছে ‘লিলিপুট’ মানুষ! আসলে এটাও ছবি তোলার গুণে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement