ভাবছেন কী অদ্ভুত ভাবে তাকিয়ে ঘুমোচ্ছে লোকটা! একটু ভাল করে দেখলেই বুঝবেন আসলে একটি মেয়ের মুখের উপর রাখা ম্যাগাজিনের কভারের ছবি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ছবি তোলার গুণে।
গ্যালিভার-এর কথা মনে পড়ে যাচ্ছে কি ছবিটা দেখে? এটাও অসাধারণ টাইমিংয়ে ছবি তোলার ফলে তৈরি।
কী মনে হচ্ছে! চোখ ডুবে রয়েছে সাবান জলের মধ্যে? ভাল করে দেখলেই বুঝবেন এ ছবিতে কোনও চোখ আদপে নেই।
শরীরটা শিশুর অথচ মুখটা...একটু ভাল করে লক্ষ্য করলেই গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
কী সাংঘাতিক স্টান্ট তাই না! দেওয়ালের উপর এ ভাবে সাইকেল চালানো সম্ভব! আসলে এঁরা তিন জনেই রাস্তায় শুয়ে অদ্ভুত কায়দায় ছবিটি তুলেছেন।
মানুষ আর কুকুরের শরীর মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ছবি তোলার গুণে।
মানুষের শরীরে ধ্যানস্থ কুকুর! আসলে মনিবের কোলে চোখ বুজে বসে রয়েছে তাঁর আদুরে পোষ্য।
দাঁড়িয়ে রয়েছে বিশাল সিগাল। পেছন দিয়ে হেঁটে যাচ্ছে ‘লিলিপুট’ মানুষ! আসলে এটাও ছবি তোলার গুণে।