Toxic Environment

এই শারীরিক সমস্যাগুলো হয় আপনার? চারপাশে বিষাক্ত মানুষজন নেই তো?

আপনি কি প্রায়শই অসুস্থ হয়ে পড়ছেন? রোজই অতিরিক্ত ক্লান্তি, মাথা ধরার সমস্যা আপনার মাথায় চেপে বসছে? শারীরিক পরীক্ষা করিয়ে বিশেষ কিছু পাননি?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৭ ১০:০৫
Share:
০১ ১০

আপনি কি প্রায়শই অসুস্থ হয়ে পড়ছেন? রোজই অতিরিক্ত ক্লান্তি, মাথা ধরার সমস্যা আপনার মাথায় চেপে বসছে? শারীরিক পরীক্ষা করিয়ে বিশেষ কিছু পাননি? বা ওষুধ খেয়েও কাজ হচ্ছে না? এই ধরনের সমস্যার কারণ শারীরিক নাও হতে পারে। আমাদের ভালথাকার জন্য চারপাশের পরিবেশ, মানুষজন খুবই গুরুত্বপূর্ণ। বিষাক্ত পরিবেশ, বিষাক্ত মানুষজনের কারণে নানা শারীরিক সমস্যা হতে পারে। খেয়াল রাখুন এগুলো। 

০২ ১০

আপনি কি ভার্টিগোর সমস্যায় ভুগছেন? যা আগে ছিল না, হঠাত্ হচ্ছে? তা হলে ভেবে দেখুন টক্সিক মানুষজন ছড়িয়ে রয়েছে কিনা আপনার চারপাশে।

Advertisement
০৩ ১০

সারাক্ষণ বিষাক্ত পরিবেশের মোকাবিল করতে করতে হাঁপিয়ে ওঠা, ক্লান্ত লাগা খুবই স্বাভাবিক। হাঁপিয়ে উঠলে শ্বাসকষ্ট হতে পারে।

০৪ ১০

বিষাক্ত মানুষদের দ্বারা উত্যক্ত হতে হতে, বিষাক্ত পরিবেশের সঙ্গে যুঝতে যুঝতে আমাদের স্নায়ুর উপর চাপ পড়ে। যার ফলে স্নায়ু শিথিলতার মতো সমস্যা হতে পারে।

০৫ ১০

পেশীতে যখন তখন টান ধরার মতো সমস্যাও হতে পারে।

০৬ ১০

আপনার কি রোজই প্রায় মাথা ধরে থাকে? বিষাক্ত পরিবেশে থাকার অন্যতম সমস্যা এটা।

০৭ ১০

সারা দিন বিষাক্ত মানুষজন, বিষাক্ত পরিবেশ আমাদের খুবই ক্লান্ত করে তোলে। তাই অতিরিক্ত ক্লান্ত লাগলে ভাববেন না শুধুই শারীরিক কোনও সমস্যার কারণে হচ্ছে।

০৮ ১০

বিষাক্ত মানুষরা চারপাশের পরিবেশ বিষিয়ে তোলে। সকলকে উত্যক্ত করাই তাদের কাজ। তাই অনেক সময়ই মনে হতে পারে মাথা কাজ করছে না, সব কিছু যেন ঘেঁটে গিয়েছে। যাকে ইংরেজিতে বলে ব্রেইন ফগ। মনে রাখবেন আপনাকে ঘেঁটে দেওয়াই কিন্তু বিষাক্ত মানুষদের উদ্দেশ্য।

০৯ ১০

চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা, অতিরিক্ত আলোয় কষ্ট হওয়ার মতো শারীরিক সমস্যাও হতে পারে।

১০ ১০

পেট ব্যথা, গা গোলানো, বমির মতো সমস্যা আমরা ভাবি শুধু ফুড পয়জন বা অ্যালার্জির কারণে হয়। চারপাশের বিষাক্ত পরিবেশের কারণ স্ট্রেস থেকেও এই সমস্যাগুলোও হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement