No-Makeup Makeup Tips

‘সাজলেও বোঝা যাবে না’, এই মন্ত্রে বিশ্বাসী? ১০ মিনিটের রূপচর্চায় মেকআপহীন লুক পাবেন কী করে?

সাজার কথা গোপন রেখেই সকলের নজরকাড়ার শখ থাকে। আর তার সবচেয়ে কার্যকরী অস্ত্র ‘নো মেকআপ লুক’। তবে রূপটান সূক্ষ্ম, নিখুঁত না হলে ‘নো মেকআপ লুক’ পাওয়া যাবে না। কী ভাবে মেকআপ করবেন তবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৬:২৪
Share:

‘নো মেকআপ লুক’ পাওয়ার কৌশল জেনে নিন। ছবি: সংগৃহীত।

‘‘সাজব, অথচ বোঝাব না।’’ এমন বেশেই স্বচ্ছন্দ অনেকে। সাজার কথা গোপন রেখেই সকলের নজরকাড়ার শখ থাকে। আর তার সবচেয়ে কার্যকরী অস্ত্র ‘নো মেকআপ লুক’। তবে রূপটান সূক্ষ্ম, নিখুঁত না হলে ‘নো মেকআপ লুক’ পাওয়া যাবে না। কাজে বেরোনোর আগে হাতে সময় কম, অথচ দিনভর ‘ফ্রেশ লুক’ পেতে এমন সাজই চাই। সে ক্ষেত্রে জেনে নিতে হবে ১০ মিনিটের মেকআপ টিপ্‌স।

Advertisement

দ্রুত মেকআপহীন সাজ পাওয়ার মেকআপ কৌশল কী?

১। ত্বক হাইড্রেট করার জন্য ক্লিনজ়ার দিয়ে মুখ ধুয়ে নিন। তার পর হালকা ময়েশ্চারাইজ়ার বা সিরাম মেখে নিন। হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত পণ্য হলে বেশি ভাল।

Advertisement

২। টিন্টেড এসপিএফ বা বিবি ক্রিম মেখে নিন।

৩। অল্প কনসিলার চোখের তলায়, নাকের পাশে মেখে নিন। হাত বা ভেজা স্পঞ্জ দিয়ে ত্বকের সঙ্গে মিশিয়ে নিতে হবে।

৪। ব্লাশ, ব্রোনজ়ার, টিন্টেড বাম, সব পণ্যই যেন ক্রিমযুক্ত হয়। তাতে সতেজ লুক পেতে সুবিধা হবে।

৫। ভ্রুযুগলের জন্য জেল ব্যবহার করুন। খুব মোটা করা উচিত নয়। নিজের মুখের সঙ্গে মানানসই, সাজের সঙ্গে জুতসই হতে হবে ভ্রুয়ের সাজ।

মেকআপহীন সাজের জন্য অল্পেতে ভরসা রাখতে হবে। ছবি: সংগৃহীত।

৬। নো মেকআপ লুক পেতে হলে গাঢ় রং বা গ্লসি লিপস্টিক এড়িয়ে চলতে হবে। টিন্টেড লিপ বাম বা লিপ অয়েল আঙুলের ডগায় নিয়ে মেখে নিতে হবে। ব্যস, তাতেই মিলবে সাজহীন সাজ।

৭। ভারী পণ্য ব্যবহার পুরোপুরি এড়িয়ে চলতে হবে। ঘণ্টাকয়েক পর মুখ তেলচিটে লাগলে ব্লোটিং পেপার দিয়ে তেল শুষিয়ে নিতে পারেন। নয়তো ট্রান্সলুসেন্ট পাউডার হালকা করে চাপিয়ে নিতে হবে টি-জ়োনে (নাক, ভ্রু, ভ্রুযুগলের মাঝখান)।

৮। শেষে সেটিং স্প্রে দিয়ে গোটা মেকআপ মুখে বসিয়ে নিন।

নো-মেকআপ লুক পাওয়ার আসল মন্ত্র হল, দৃষ্টিভ্রম ঘটানো। মনে হবে, যেন ন্যূনতম খাটনি ছাড়াই এত তরতাজা, উজ্জ্বল দেখাচ্ছে আপনাকে। ফলে অল্পে ভরসা রেখে মেকআপ করতে হবে। তবেই হবে লক্ষ্যভেদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement