ছবি : সংগৃহীত।
সোমবার রাতে প্রয়াত হয়েছেন ইটালির পোশাকশিল্পী ভ্যালেন্টিনো গারাভানি। তার পর থেকেই তাঁর কাজ নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছে ফ্যাশন দুনিয়া। পোশাকে নাটকীয়তা এবং গ্ল্যামার সৃষ্টির জাদুকর ওই ইটালিয়ান শিল্পীর তৈরি বৈগ্রহিক পোশাক নিয়ে শুরু হয়েছে আলোচনা।
হলিউডের খ্যাতনামী নায়িকারা ভক্ত ছিলেন ভ্যালেন্টিনোর। শুধু তাঁরাই বা কেন, গ্ল্যামার জগতের বাইরে থাকা ব্যক্তিত্বেরাও বিশেষ সাজের জন্য ভ্যালেন্টিনোর দ্বারস্থ হতেন। ব্রিটেনের প্রয়াত যুবরানি ডায়ানা থেকে শুরু করে আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি জ্যাকি কেনেডি, বর্তমান ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পও ভ্যালেন্টিনোর তৈরি করা পোশাক এবং গাউন পরেছেন। তবে ভ্যালেন্টিনোর খ্যাতি সেখানেই থেমে থাকেনি। ইটালির এই পোশাকশিল্পীর নকশা করা পোশাকের জনপ্রিয়তা পৌঁছেছে ভারতেও। এ দেশের গ্ল্যামার দুনিয়ার কেন্দ্রে রয়েছে বলিউড। সেই বলিউড অভিনেতারাও নানা সময়ে ভ্যালেন্টিনোর পোশাক পরেছেন। কেমন ছিল তাঁদের সাজ?
ভ্যালেন্টিনোর পোশাকে সেজেছেন ঐশ্বর্যা রাই বচ্চন থেকে শুরু করে কিয়ারা আডবাণী— অনেকেই। ঐশ্বর্যা যেমন ভ্যালেন্টিনোর একটি উজ্জ্বল গোলাপি স্যুট এবং একটি অ্যাসেমেট্রিক সবুজ শিমারি ড্রেস পরেছিলেন কান চলচ্চিত্রোৎসবে।
ভ্যালেন্টিনোর পোশাকের সংগ্রহে লাল রং সব সময়েই নজর কাড়ে। প্রতি মরসুমে তাঁর ব্র্যান্ড যে নতুন পোশাকের সম্ভার নিয়ে আসে তাতে অন্তত একটি পোশাক লাল থাকবেই। সেই লাল চলতি ‘ট্রেন্ড’-এ থাকুক বা না থাকুক, তা নিয়ে ভাবেন না ভ্যালেন্টিনো ব্র্যান্ডের নকশাকারেরা। কারণ ওই ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা বিশ্বাস করতেন, লাল রঙেই নারীকে সবচেয়ে সুন্দর দেখায়। এমনকি, ভ্যালেন্টিনোর একটি নিজস্ব লাল রংও রয়েছে। নাম ‘ভ্যালেন্টিনো রেড’। গত বছর বড়দিনে সেই ভ্যালেন্টিনো রেডের সোয়েটার স্যুট পরেছিলেন কিয়ারা। একটি ফোটোশুটে ভ্যালেন্টিনোর কাট ওয়ার্ক করা সাদা পোশাকেও মোহময়ী দেখাচ্ছিল তাঁকে।
লালের মতোই হট পিঙ্ক বা অত্যুজ্জ্বল গোলাপি রং নিয়ে দুর্বলতা ছিল ভ্যালেন্টিনোর। তাঁর বহু বৈগ্রহিক পোশাকে ওই গোলাপি রঙের ছোঁয়া থাকত। প্রিয়ঙ্কা চোপড়া তেমনই হট পিঙ্ক রঙের একটি পোশাক বেছে নিয়েছিলেন ভ্যালেন্টিনোর এক্সক্লুসিভ সম্ভার থেকে। হলিউডের পার্টিতে তাঁর সেই পোশাক নজর কেড়েছিল সবার। পরে মেট গালাতেও প্রিয়ঙ্কাকে একটি সাদা-কালো ভ্যালেন্টিনো গাউনে দেখা যায়।
ভ্যালেন্টিনো রঙের পুজারী হলেও তাঁর নকশা করা সাদা-কালো কিছু পোশাক বিখ্যাত হয়ে রয়েছে ফ্যাশন দুনিয়ায়। প্রিয়ঙ্কারটি অবশ্যই তার মধ্যে একটি। আরও একটি অস্কারে পরেছিলেন জুলিয়া রবার্টস। উপরের বাঁ দিকের ছবিতে সোনম কপূরের সাদা জমির গাউনটি থেকেও চোখ ফেরানো যায় না। বলিউডের শৌখিনীদের মধ্যে অন্যতম সোনম। ভ্যালেন্টিনোর শিল্প তাই উঠেছে তাঁর পরনেও। শীতের এক অনুষ্ঠানে তিনি পরেছিলেন হালকা পিচ রঙের স্কার্ট এবং সোয়েটার। কিন্তু ভ্যালেন্টিনোর হাতযশে সেই সোয়েটার আর স্কার্টও হয়ে উঠেছে নাটকীয়।
ফ্যাশন নিয়ে কথা হবে আর দীপিকা পাড়ুকোন সেই আলোচনায় থাকবেন না, তা হতে পারে না। দীপিকা ক্লাসিক ‘ভ্যালেন্টিনো রেড’ পরেছেন। তবে তাঁর পোশাকটি বাকিদের থেকে আলাদা। একটি ওভারসাইজ়ড সোয়েটার টপের সঙ্গে একই রঙের স্টকিং পরেছেন দীপিকা।
করিনা কপূর খান ভ্যালেন্টিনো পরেছিলেন লিওনেল মেসির ভারতে আগমন উপলক্ষে। দুই ছেলেকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনার ফুটবল তারকার সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন ঘিয়ে রঙা লম্বা ঝুলের ব্লেজ়ার টপ আর স্কার্ট পরে।
শুধু নায়িকাদের কথাই বা বলা কেন! বলিউডের নায়কও পরেছেন ভ্যালেন্টিনোর পোশাক। হট পিঙ্ক লেদার জ্যাকেট, ট্রাউজার্স এবং টি শার্ট পরে পূর্ণ আত্মবিশ্বাসে দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। পুরুষ বলে কি গোলাপি পরতে নেই! আর এমন সাজে রণবীর সিংহ ছাড়া আর কে-ই বা সাজতে পারেন।