Makeup Tips

বৃষ্টির দিনেও ঘাঁটবে না কাজল-আইলাইনার, নিশ্চিন্তে পরে থাকুন টানা ১০ ঘণ্টা, কী ভাবে তা সম্ভব?

ঠিক নিয়ম মেনে গরমে কাজল পরলে স্মাজ হওয়া এড়ানো যায়। গরমের দিনে অত্যধিক ঘাম হলে বা বৃষ্টির দিনে এই সমস্যা বেশি হয়। তার জন্য কয়েকটি সহজ কায়দা রয়েছে। মেকআপের সময়ে মেনে চললে আর কোনও সমস্যাই থাকবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৮:৫৮
Share:

কাজল বা আইলাইনার ঘাঁটবেই না, শুধু মেনে চলুন কয়েকটি কৌশল। ছবি: ফ্রিপিক।

গরমের ঘামে তো বটেই বৃষ্টির দিনেও এই সমস্যার মুখোমুখি হতে হয় অনেক মহিলাকেই। বাড়ি থেকে সুন্দর করে কাজল পরে, আইলাইনার লাগিয়ে বেরোলেন। কিন্তু কিছু ক্ষণ পরেই দেখলেন, তা ঘেঁটে গিয়েছে। ঘাম বেশি হলে বা বৃষ্টি পড়লে এই সমস্যা বেশি হয়। তাই মেকআপ করার সময়েই কিছু নিয়ম মানলে এই সমস্যায় পড়তে হয় না।

Advertisement

কিন্তু ঠিক নিয়ম মেনে গরমে কাজল পরলে স্মাজ হওয়া এড়ানো যায়। তার জন্য কয়েকটি সহজ কায়দা রয়েছে।

কাজল পরার আগে চোখের পাশের অংশে ভাল করে সিসি ক্রিম লাগিয়ে নিন। এগুলি চোখের চারপাশের অতিরিক্ত তেল ও আর্দ্রতা শুষে নেয়। যে দিন কাজল বা আইলাইনার পরবেন, সে দিন সাজগোজের বেশ কয়েক ঘণ্টা আগে একটু বরফের কুচি কোনও সুতির কাপড়ে মুড়ে চোখের চারপাশে মালিশ করুন, তাতেও কাজ হবে।

Advertisement

চোখে উপরের ও নীচের ওয়াটার লাইনে কাজল লাগান। তবে ভিতরে কোণে কাজল লাগাবেন না। ভিতরে কোণে চোখে অনেক সময়ে জল থাকায় কাজল স্মাজ হয়ে যায়।

কাজল পরার পর একটু শুকোতে দিন। সব সময় ওয়াটারপ্রুফ কাজল ও আইলাইনার ব্যবহার করুন।

কাজল পরার আগে চোখে কমপ্যাক্টের পাফ বুলিয়ে নিন। এতে চোখের আর্দ্রতা কমে যায়, কাজল অনেক ক্ষণ অবধি ঠিক থাকে।

মেকআপ করার পরে মুখে সেটিং স্প্রে করতে ভুলবেন না। এতে মেকআপ ঠিকঠাক থাকবে। কাজল বলুন বা লিপস্টিক কোনওটিই ঘাঁটবে না। মেকআপ গলেও যাবে না।

ঘাম বেশি হলে ব্যবহার করতে পারেন আই প্রাইমার। যাঁদের ত্বক বেশি তৈলাক্ত, তাঁদের জন্য খুবই কার্যকরী। আতে কাজল ও আইলাইনার দীর্ঘ সময় ঠিক থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement