Fashion Hacks for Skinny Men

ফেনা ভাত, ঘি খেয়েও ওজন বাড়ছে না? পুরুষেরা পোশাক পরার কায়দা বদলে ফেললেই হবে মুশকিল আসান

রোগা হওয়া যেমন সহজ নয়, তেমনই চাইলেও ওজন বৃদ্ধি করা যায় না। নিন্দকের মুখ বন্ধ করতে বদলে ফেলতে পারেন পোশাক পরার ধরন। পুরুষেরা কী ভাবে পোশাক পরলে, চ‌েহারা ভারী দেখাবে, রইল হদিস।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৯:৫৮
Share:

ছিপছিপে শরীর হলেও রাঘব জুয়েলকে দেখে তা বোঝার উপায় নেই। ছবি: ফেসবুক।

যাঁরা বেশি মোটা, তাঁদের যেমন পোশাক বাছাই করার সময় বিড়ম্বনায় পড়তে হয়, ঠিক তেমনই যাঁরা খুব রোগা, তাঁদেরও মাথায় কিন্তু একই কারণে ভাঁজ পড়ে। ওজন কমানোর যুগে অনেকেই একটু মোটা হতে চান। “ঝড় হলেই উড়ে যাবি”, “তিরকাঠির মতো চেহারা”— এ ধরনের নানা মন্তব্য শুনে অনেকেরই মনখারাপ হয়ে যায়। ওজন বাড়িয়ে সেই মন্তব্যের জবাব দেওয়ার জন্য উশখুশ করে মন। তবে রোগা হওয়া যেমন সহজ নয়, তেমনি চাইলেও ওজন বৃদ্ধি করা যায় না। নিন্দকের মুখ বন্ধ করতে পুরুষেরা বদলে ফেলতে পারেন পোশাক পরার ধরন। কী ভাবে পোশাক পরলে, চ‌েহারা ভারী দেখাবে, রইল হদিস।

Advertisement

১) সবার আগে আলমারিতে গায়ের সঙ্গে লেগে থাকে এমন শার্ট, ট্রাউজ়ার্স, টিশার্টগুলি বাতিল করুন। চেহারা ভারী দেখাতে হলে একটু ঢিলেঢালা পোশাক পরতে হবে।

২) আলমারিতে যদি কোনও ‘ভি নেক’ টিশার্ট থাকে, সেগুলিও বাতিল করে দিন। রোগা চেহারায় এই ধরনের নেকলাইন না পরাই ভাল। এর বদলে জ়িপ নেক, পোলো নেক, ক্রিউ নেক জাতীয় টিশার্ট কিনতে পারেন।

Advertisement

রোগা হওয়া যেমন সহজ নয়, তেমনি চাইলেও ওজন বৃদ্ধি করা যায় না, তাই পোশাক বাছাই করতে হয় বুঝেশুনে। ছবি: ফেসবুক

৩) পোশাকের উপর পোশাক— চেহারা ভারী দেখাতে হলে এই কৌশল মেনে চলতে হবে। গ্রীষ্মকালে হালকা রঙের কোনও টিশার্টের উপর গাঢ় রঙের স্ট্রাইপ শার্ট কিংবা চেক শার্ট পরতে পারেন। শীতের মরসুমে শার্ট কিংবা টিশার্টের উপর একটা জিন্‌স কিংবা চামড়ার জ্যাকেট পরুন— এই কৌশল মনে চললে কখনওই অতিরিক্ত রোগা দেখাবে না।

৪) পোশাকের কাপড় বাছাই করুন বুঝেশুনে। ডেনিম, টুইড, কর্ডুরয় কাপড়ের শার্ট, ট্রাউজ়ার্স পরতে পারেন। সিল্কের কাপড়ের শার্ট খুব রোগাদের না পরাই ভাল।

৫) চেহারা ভারী দেখাতে হলে প্যাডেড পোশাক বাছাই করুন। বিয়েবাড়ি বা কোনও বিশেষ দিনের সাজে ব্লেজ়ার, নেহরু জ্যাকেট, ওয়েস্ট কোট পরুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement