Dry Shampoo

স্নানের সময় নেই, কিন্তু চুলে শ্যাম্পু করতেই হবে? বাড়িতেই তৈরি করা যায় ড্রাই শ্যাম্পু

মাথা ভিজিয়ে শ্যাম্পু করার সময় না থাকলে ইদানীং অনেকেই ড্রাই শ্যাম্পু ব্যবহার করেন। তাতে সাময়িক ভাবে সমস্যা মিটলেও চুলের কিন্তু ক্ষতি হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ২১:০৩
Share:

ঘরোয়া পদ্ধতিতে সামান্য উপাদান দিয়ে ড্রাই শ্যাম্পু তৈরি করে ফেলা যায়। ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। কাজে বেরোনোর আগে হাতে খুব বেশি সময়ও নেই। অথচ চুল এমন তেল চিটচিটে হয়ে আছে যে, শ্যাম্পু না করলে দেখতে খুবই খারাপ লাগবে। এমন সময়ে হাল ধরতে পারে ড্রাই শ্যাম্পু। কিন্তু এই ধরনের শ্যাম্পুতে অত্যধিক পরিমাণে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। ফলে, দাম দিয়ে ড্রাই শ্যাম্পু ব্যবহার করে তেলতেলে চুল নিমেষে রেশমের মতো হলেও মাথার ত্বকের ক্ষতি কিন্তু রোধ করা যায় না। তবে ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি উপাদান দিয়ে ড্রাই শ্যাম্পু তৈরি করে ফেলা যায়।

Advertisement

ড্রাই শ্যাম্পু তৈরি করতে কী কী লাগে?

উপকরণ

Advertisement

অ্যারারুট বা কর্নস্টার্চ: ১/৪ কাপ

কোকো পাউডার: ১-২ টেবিল চামচ

এসেনশিয়াল অয়েল: ৫-১০ ফোঁটা

পদ্ধতি

১) একটি পাত্রে সমস্ত উপকরণ মিশিয়ে নিন।

২) তার পর চুলের জন্যে প্রয়োজনীয় কিছু এসেনশিয়াল অয়েল, যেমন ল্যাভেন্ডার, রোজ়মেরি বা টি ট্রি মিশিয়ে নিতে পারেন। তবে এসেনশিয়াল অয়েল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ, অতিরিক্ত অয়েল ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে।

৩) এ বার বায়ুরোধী কাচের শিশিতে এই মিশ্রণ ঢেলে রেখে দিতে পারেন। প্রিজ়ারভেটিভ দেওয়া না থাকলেও ড্রাই শ্যাম্পু চট করে নষ্ট হওয়ার ভয় থাকে না।

কী ভাবে ব্যবহার করবেন ড্রাই শ্যাম্পু?

১) প্রথমে চিরুনি দিয়ে চুল ভাল করে আঁচড়ে নিন।

২) তার পর সিঁথি ভাগ করে তুলো কিংবা ব্রাশের সাহায্যে ওই মিশ্রণ মাথায় ছড়িয়ে দিন।

৩) হাত দিয়ে মাথার ত্বকে মিশিয়ে দিন। খানিক ক্ষণ অপেক্ষা করুন।

৪) অতিরিক্ত গুঁড়ো মাথা থেকে ঝেড়ে ফেলে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement