লাল কো-অর্ড সেটেই অনন্যা কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত।
ফ্যাশনের প্রসঙ্গ উঠলেই বলিউডের নায়িকাদের দেখানো পথেই হাঁটেন তরুণীরা। পুজোর কেনাকাটা শুরু করার আগেও নায়িকাদের মধ্যে কোন পোশাকের চাহিদা তুঙ্গে, তা দেখেই নিজেদের কেনাকাটা সারেন অনেকে। ইদানীং নায়িকাদের মনে ধরেছে কো-অর্ড সেট। ফ্যাশনে দারুণ ‘ইন’ সেই পোশাক। বিশেষ করে গরমের মরসুমে বিমানবন্দর যাওয়া হোক কিংবা কোনও ছবির প্রচার, কফি ডেটে যাওয়া হোক কিংবা কোনও পার্টি— বলিপাড়ার অভিনেত্রীদের পরনে প্রায়ই চোখে পড়ছে কো-অর্ড সেট।
কো-অর্ড সেটের উপরের কামিজ আর নীচের পাজামাটি কিন্তু একই রকমের দেখতে হয়। সেই কাপড়টি প্রিন্টেড হতে পারে, আবার একরঙাও হতে পারে। অবশ্য এই ধরনের একই কাপড় থেকে তৈরি ‘আপার’ এবং ‘লোয়ার’-এর ফ্যাশন সত্তরের দশকেও ছিল। এই পোশাক পরে যেমন কায়দা করা যায়, তেমনই কিছু কিছু ভুলের জন্য এই একই পোশাক আপনার সাজটাই মাটি করে দিতে পারে। বলিপাড়ার অভিনেত্রীদের কেউ কেউ কিন্তু খুব সুন্দর ভাবে কো-অর্ড সেটে নিজেকে মানিয়ে নিতে পারেন। কারও কারও ক্ষেত্রে আবার মনে হয়, তাঁরা যেন নাইট স্যুট পরেই বাইরে বেরিয়ে পড়েছেন। কো-অর্ড সেট পরে আপনাকে কেমন লাগবে, তা কিন্তু আপনার উপরেই নির্ভর করবে। দেখে নিন, এই পোশাক পরার ক্ষেত্রে কোথায় ভুল করে বসেন কেউ কেউ।তমা
কো-অর্ড সেটের ফ্যাশনে নজর কেড়েছেন তমন্না-ম্রুণাল-শমিতাও। ছবি: সংগৃহীত।
পোশাকে থাকুক ‘লেয়ারিং টাচ্’
কো-অর্ড সেটের ক্ষেত্রে আপনি যদি লেয়ারিং করে পোশাক পরেন, তা হলে আপনার লুকটাই পুরো বদলে যেতে পারে। একটা সাধারণ কো-অর্ড সেটের সঙ্গে যদি একটি ব্লেজ়ার, লং লাইন জ্যাকেট কিংবা ডেনিম জ্যাকেট পরে ফেলতে পারেন— তা হলে আপনার সাজটাই পুরো পাল্টে যেতে পারে।
ফিটিংয়ে নজর
এখন যদিও ফ্যাশন জগতে ঢিলেঢালা পোশাকের চাহিদা বেশি, তবে কো-অর্ড সেটের ক্ষেত্রে কিন্তু পোশাকটি খুব ঢিলেঢালা হলে মোটেও মানায় না। ঢিলেঢালা কো-অর্ড সেট আপনার পুরো সাজটাই মাটি করে দেওয়ার জন্য যথেষ্ট।
প্রিন্ট বাছুন বুঝেশুনে
প্রিন্টেড কো-অর্ড এখন বেশ ট্রেন্ডিং। অভিনেত্রীরা প্রায়ই নানা রকম প্রিন্টের কো-অর্ড সেট পরছেন। তবে কো-অর্ড সেটের প্রিন্ট বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। সবার চেহারায় সব ধরনের প্রিন্ট মানায় না। খুব বড় মাপের প্রিন্ট নয়, ছোট প্রিন্টই এখন বেশি চলছে। তবে প্রিন্ট বাছাইয়ের ক্ষেত্রে মনে দ্বন্দ্ব থাকলে একরঙা কো-অর্ড সেটই বেছে নিতে পারেন।
মানানসই জুতোটাও জরুরি
একটা সাধারণ কো-অর্ড সেটের সঙ্গে একটা ভাল জুতো পরে নিলেই কিন্তু আপনার সাজে একটা আলাদা মাত্রা যোগ হবে। সাধারণ দিনে কো-অর্ড সেটের সঙ্গে স্নিকার্স কিংবা স্যান্ডেল ভাল মানালেও বিশেষ দিনের সাজের সঙ্গে স্লিক হিল কিংবা লোফার্স পরে ফেলতে পারেন।
গয়নাগাটি, ব্যাগকেও অবহেলা নয়
কেবল পোশাক পরলেই হল না। কো-অর্ড সেটের সঙ্গে মানানসই একটা স্টেটমেন্ট দুল, ব্যাঙ্গল পরে নিলেই কিন্তু সাজটা অনেকটাই বদলে যায়। এর পাশাপাশি সঙ্গে কী ব্যাগ নেবেন, তাতেও ভাবনাচিন্তা প্রয়োজন। কোথাও ঘুরতে গেলে কো-অর্ড সেটের সঙ্গে টোট ব্যাগের যুগলবন্দি বেশ মানাবে। আবার রাতের কোনও পার্টি হলে একটা ক্লাচ কিংবা ছোট হ্যান্ডব্যাগ নিতে পারেন।
কো-অর্ড সেট পরলেই হল না, সেটিকে স্টাইল করার কায়দাও জানতে হবে। অনন্যা পাণ্ডে থেকে জাহ্নবী কপূর, মালাইকা অরোরা থেকে মাধুরী দীক্ষিত— সবাই এখন কো-অর্ড সেট পরছেন। গরমের দিনে স্বাচ্ছন্দ্যের এই পোশাক আপনিও নিজের আলমারিতে রাখতে পারেন। সঠিক কায়দা জানলেই হল।