খুশকির সমস্যা রুখতে কী ভাবে কাজে লাগাবেন মেথি? ছবি: শাটারস্টক।
সারা বছর খুশকির সমস্যায় জেরবার থাকেন অনেকেই। দুয়ারে শীতকাল। শীতের সময় খুশকি নিয়ে অস্বস্তি যেন আরও বেড়ে যায়। খুশকি তাড়াতে অনেকেই বাজারচলতি বেশ কিছু শ্যাম্পু ব্যবহার করেন। তাতে সাময়িক সমাধান হলেও খুশকির সমস্যা কিছুতেই দূর হতে যায় না। যদি মাথার চুল থেকে খুশকি ঝরে পড়ে আপনার গাঢ় রঙের পোশাকের উপর, তবে সকলের সামনে খানিকটা বিড়ম্বনায় পড়তে হয় বইকি। তাই শীত আসার আগেই খুশকির সমস্যার সমাধান করে ফেলুন। মেথি ব্যবহার করলেই হবে মুশকিল আসান।
খুশকির সমস্যা রুখতে কী ভাবে ব্যবহার করবেন মেথি?
১) মেথির তেল
১ কাপ নারকেল তেলে ১ টেবিল চামচ মেথিদানা ভাল করে ফুটিয়ে নিন। মেথির রং লালচে হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা করে ছেঁকে কাচের শিশিতে ভরে রাখুন মেথির তেল। সপ্তাহে তিন দিন মাথায় লাগান এই তেল।
২) মেথি দিয়ে তৈরি মাস্ক
আগের রাতে ১-২ টেবিল চামচ মেথি জলে ভিজিয়ে রাখুন। পরের দিন মিক্সিতে ভাল করে বেটে নিন। এর সঙ্গে মেশাতে পারেন ১ টেবিল চামচ লেবুর রস। ভাল করে মিশিয়ে মাথায় মেখে রাখুন। আধ ঘণ্টা পর হালকা গরম জল দিয়ে শ্যাম্পু করে নিন।
৩) মেথি ভেজানো জল
২-৩ টেবিল চামচ মেথিদানা ১ লিটার জলে ভিজিয়ে রাখুন। পরের দিন শ্যাম্পু করার পর, মেথি ভেজানো জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলের জন্য এই টোটকা করলে কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন পড়বে না।