Hair Growth Tips

দুই উপকরণেই ভোল পাল্টাবে চুলের! তিন মাসেই মিলবে ফল, কোনটি, কী ভাবে মাখবেন?

কেশচর্চায় যখন শ্যাম্পু, কন্ডিশনার, ক্রিম আসেনি, তখনও কিন্তু মহিলারা চুলের যত্ন নিতেন। এ জন্য তাঁরা ব্যবহার করতেন ভেষজ উপকরণ। প্রাকৃতিক কোন উপাদানে চুল দ্রুত বাড়বে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৪:৫১
Share:

স্বাস্থ্যোজ্জ্বল চুলের গোপন কথা। ছবি: শাটারস্টক।

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে প্রসাধনীর কমতি নেই। তেল থেকে হেয়ার মাস্ক, সিরাম, ক্রিম— কেশচর্চার রকমারি উপকরণ রয়েছে। আবার আছে প্রাকৃতিক উপাদানও। বলিউড অভিনেত্রীদের অনেকেই কিন্তু নিয়মিত রূপচর্চায় প্রাকৃতিক উপকরণ বেছে নেন। সেই তালিকায় প্রীতি জ়িন্টা, আলিয়া ভট্ট যেমন আছেন, তেমনই আছেন শর্মিলা ঠাকুরের মতো প্রবীণ অভিনেত্রীও। তা হলে চুলের যত্নে কী মাখবেন?

Advertisement

কেশচর্চায় যখন শ্যাম্পু, কন্ডিশনার, ক্রিম আসেনি, তখনও কিন্তু মহিলারা চুলের যত্ন নিতেন। এ জন্য তাঁরা ব্যবহার করতেন ভেষজ উপকরণ। তেমনই একটি উপাদান হল রিঠা। এটি একটি গাছের ফল। গরম জলে ভিজিয়ে রাখলে বা হাতে ঘষলেই তা থেকে ফেনা বের হয়। সে কারণে একে ‘সোপ নাট’-ও বলা হয়।

চুলের পরিচর্যায় রিঠার ব্যবহার দীর্ঘ দিনের। বি-টাউনের চর্চিত মুখ শালিনী পাসিও এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি রিঠা ব্যবহার করেন চুল পরিষ্কার করতে, একমাত্র কোথাও সফর করতে হলে তবেই শ্যাম্পু মাখেন।

Advertisement

রিঠার গুণ: চুলের বাড়বাড়ন্তের জন্য মাথার ত্বকের স্বাস্থ্য ভাল হওয়া দরকার। বিশেষত যাঁদের চুলের ধরন তৈলাক্ত, তাঁদের জন্য রিঠা বিশেষ উপকারী। রিঠা জলে ফুটিয়ে সেটি শ্যাম্পুর মতো ব্যবহার করা যায়। মাথার ত্বকের অতিরিক্ত তেল, ময়লা গভীর ভাবে পরিষ্কার করতে সাহায্য করে রিঠা। খুশকি দূর করতেও সাহায্য করে। চুলের গোড়া দুর্বল হওয়ার কারণ হতে পারে সংক্রমণ। মাথার ত্বক পরিষ্কার থাকলে সংক্রমণও এড়ানো যায়। তবে রিঠার ব্যবহার চুল রুক্ষ করে দিতে পারে। সে কারণে সপ্তাহে এক বার কি বড় জোর দু’বার তা মাখা যেতে পারে। রিঠা দিয়ে চুল ধোয়ার পর কন্ডিশনার ব্যবহার জরুরি।

রোজ়মেরি তেল: রোজ়মেরি ফুল ও পাতা অ্যান্টিসেপ্টিক, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগে ভরপুর। রোজ়মেরি তেল চুল পড়া, অকালে চুল পেকে যাওয়ার সমস্যা দূর করতে পারে। মাথার ত্বকে ছোটখাটো সংক্রমণ প্রতিরোধ করতে পারে। এ ছা়ড়াও চুলের গোড়ায় পুষ্টিও জোগায়। এই ভেষজের মধ্যে রয়েছে ‘কারনোসিক অ্যাসিড’, যা মাথার ত্বকের স্নায়ুগুলিকে উদ্দীপিত করে, যা নতুন চুল গজাতে সাহায্য করে।

সম্প্রতি চুলের বাড়বৃদ্ধিতে রোজ়মেরি তেলের ব্যবহার নিয়ে সমাজমাধ্যেম হইচই। তবে রোজ়মেরি তেল সরাসরি চুলে মাখা ঠিক নয়। অ্যালার্জি হতে পারে। নারকেল তেল অথবা অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে চুলে মাখতে পারেন।

রিঠা এবং রোজ়মেরি

রিঠার কাজ হল মাথার ত্বক পরিষ্কার রাখা। খুশকি দূরে রাখা। অন্য দিকে, রোজ়মেরি তেল মাসাজ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়। চুল আর্দ্র হয়। নতুন চুল গজাতেও তেলটি সহায়ক। অপরিচ্ছন্ন মাথায় তেল মাখলে কিন্তু হিতে-বিপরীত হতে পারে। সেই কারণে দুই উপাদানের যথাযথ ব্যবহার চুলের সমস্যা দূর করতে সহায়ক হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement