Salicylic Acid Benefits

ব্রণ কমাতে দারুণ কাজের স্যালিসাইলিক অ্যাসিড, কিন্তু ব্যবহার কী করে করবেন?

স্যালিসাইলিক অ্যাসিডের সঠিক মাত্রার ব্যবহার দীর্ঘ দিনের ব্রণের সমস্যার সমাধান করতে পারে। সিরাম থেকে ক্রিমে এখান মেশানো হয় এই উপাদান। কিন্তু কী ভাবে তা ব্যবহার করতে হবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৩:০৭
Share:

ব্রণ সারাবে স্যালিসাইলিক অ্যাসিড? ছবি: ফ্রিপিক।

বলিরেখা থেকে চোখের তলার কালি, রুক্ষ ত্বক, ব্রণ— সমস্যা ভিন্ন হলেও সমাধান একটাই, অ্যাসিড। ত্বকের যত্নে এখন ব্যবহার হচ্ছে রকমারি অ্যাসিড। গ্লাইকোলিক, নায়াসিনামাইড, রেটিনলস, ভিটামিন সি—এই সবই এখন বেশ পরিচিত নাম। সিরাম থেকে ক্রিমে বিভিন্ন মাত্রায় মেশানো হচ্ছে এমন সব উপাদান। সেই তালিকায় রয়েছে স্যালিসাইলিক অ্যাসিডও।

Advertisement

ত্বকের চিকিৎসকেরা ব্রণ কমাতে স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ক্রিম, মলম দিয়ে থাকেন। স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত সিরামও পাওয়া যায়। কিন্তু ব্রণ কমাতে গেলে কী ভাবে তা মাখতে হবে?

স্যালিসাইলিক অ্যাসিড হল বিটা হাইড্রক্সি অ্যাসিড (বিএইচএ) যা পাওয়া যায় উইলো-সহ একাধিক গাছের ছাল থেকে। এটি ত্বকের গভীরে প্রবেশ করে তেল জমে থাকা রন্ধ্র পরিষ্কার করে, মৃত কোষ ঝরিয়ে দিতে সাহায্য করে। অতিরিক্ত তৈলাক্ত ত্বকও নিয়ন্ত্রণ করতে এই অ্যাসিড উপকারী।

Advertisement

ব্রণের মোকাবিলা কী ভাবে করে?

· মৃত কোষ এবং অতিরিক্ত তেল দূর করে ত্বকের রন্ধ্রমুখ খুলে দিতে সাহায্য করে। যা ব্রণের অন্যতম কারণ।

· ব্রণের ফলে লাল হয়ে যাওয়া ত্বক, জ্বালা, চুলকানি কমাতেও সহায়ক এটি।

· ব্ল্যাকহেড্স দূর করার পাশাপাশি ত্বকে জেল্লা আনতেও কার্যকর।

· ব্যাক্টেরিয়া সংক্রমণ রুখে ভবিষ্যতেও যাতে ব্রণ না হয়, সে ব্যাপারে সাহায্য করে।

· কারও মুখ ভর্তি ব্রণ থাকে। ব্রণ হওয়ার প্রবণতাও কমায় এই অ্যাসিড।

· ব্রণের দাগ দূর করে ত্বককে মসৃণ করতে সাহায্য করে। ত্বকের অন্যতম জরুরি উপাদান কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে।

ব্যবহারবিধি

সিরাম, ক্রিম, মলম নানা ভাবে এই অ্যাসিড মেলে। তবে শুরুটা করা দরকার খুব স্বল্পমাত্রা দিয়ে। ০.৫-১ শতাংশ স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ক্রিম বা সিরাম ব্যবহার করা যেতে পারে। যে অংশে ব্রণ, শুধু সেই স্থানেই ব্যবহার করতে পারেন শুরুতে। অ্যাসিডে ত্বকে কোনও সমস্যা না হলে মাত্রা বৃদ্ধি করা যেতে পারে।

তবে এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। স্যালিসাইলিক অ্যাসিড ত্বককে রুক্ষ করে তোলে। তাই মাত্রা বুঝে ব্যবহার করা জরুরি। একই সঙ্গে দরকার ত্বকের সঠিক ময়েশ্চারাইজ়েশন। সূর্যরশ্মির সংস্পর্শে ত্বকে জ্বালা দিতে পারে, মুখ কালো হয়ে যেতে পারে। এটি রাতে ব্যবহার করা নিরাপদ। দিনে মাখতে হলে তার পর ভাল মানের সানস্ক্রিন ব্যবহার জরুরি। এএইচএ বা আলফা হাইড্রক্সি অ্যাসিড রয়েছে, এমন প্রসাধনীর সঙ্গে স্যালিসাইলিক অ্যাসিড না মাখাই ভাল। এতে ত্বকে জ্বালা হতে পারে।

প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা। স্যালিসাইলিক অ্যাসিড ব্রণের জন্য ব্যবহার করতে চাইলে চিকিৎসকের পরামর্শ মেনে মাত্রা ঠিক করে নেওয়াই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement