Matte Foundation Vs Mousse

ম্যাট ফাউন্ডেশনের পাশাপাশি আছে ম্যুজ়ও, সাজগোজের জন্য বাছবেন কোনটি? দুইয়ের ফারাক কোথায়?

মুখের খুঁত ঢাকে ফাউন্ডেশন। কিন্তু ম্যাট ফিনিশ না ম্যুজ়, কোনটি আপনার জন্য ভাল? কেনার আগে বিস্তারিত জেনে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৯:৩৭
Share:

কোন ফাউন্ডেশন বেছে নেবেন ত্বকের জন্য? ছবি: সংগৃহীত।

প্রসাধনীর জগতে যেমন ম্যাট ফাউন্ডেশন আছে, তেমনই আছে ম্যুজ়ও। খুঁত ঢেকে মুখ সুন্দর করে তুলতে ব্যবহার হয় দু’টিই। বিয়েবাড়ি হোক বা পার্টি, সঠিক ফাউন্ডশেন সাজগোজে অন্য মাত্রা যোগ করে। কিন্তু ম্যাট ফাউন্ডেশন না ম্যুজ়, আপনার ত্বকের জন্য কোনটি উপযোগী, বুঝবেন কী করে?

Advertisement

সঠিক ফাউন্ডেশন বাছাইয়ের আগে জরুরি হল ত্বকের ধরন এবং কতটা কভারেজ চাইছেন, তা বোঝা। তৈলাক্ত ত্বকের জন্য যেটি উপযুক্ত, সেটি শুষ্ক ত্বকে মানানসই নয়। আবার দিনের মেকআপ আর রাতের পার্টির মেকআপেও তফাত হয়।

ম্যাট ফাউন্ডেশন বা ম্যুজ় বেছে নেওয়ার আগে জানা দরকার, কোনটির কী কাজ?

Advertisement

ম্যাট ফাউন্ডেশন: ম্যাট ফাউন্ডেশনে চকচকে ভাব থাকে না। বরং ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে এটি সাহায্য করে। ফাউন্ডেশনটির ‘কভারেজ’-ও খুব ভাল অর্থাৎ এটি মাখলে চট করে মুখের খুঁত ঢেকে যায়। একেবারে হালকা এটি নয়। ফলে, বিয়েবাড়ি বা পার্টি মেকআপের জন্যও এটি বিশেষ কাজের। চট করে যাঁদের মুখ ঘেমে যায়, অতিরিক্ত তৈলাক্ত ভাব রয়েছে, তাঁদের জন্য ম্যাট ফাউন্ডেশন একেবারে সঠিক।

সুবিধা

· ত্বককে তৈলাক্ত করে তোলে না। ফলে মেকআপ ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে না।

· যেহেতু ঘামেও গলে যায় না, তাই এর স্থায়িত্ব বেশি।

· উচ্চ পিগমেন্টশন থাকায়, কালচে ছোপ, ব্রণের দাগ, ত্বকের খুঁত ভাল ভাবে ঢেকে দেয়।

· গরমের দিনে ফোটোশুট, বিয়েবাড়ি বা অনুষ্ঠানে ব্যবহারের জন্য আদর্শ।

কাদের জন্য ভাল?

মুখে ব্রণ থাকলে, ত্বক বেশি তৈলাক্ত হলে এবং অতিরিক্ত চকচকে ভাব মুখে না আনতে চাইলে ম্যাট ফিনিশ ফাউন্ডেশন ব্যবহার করা যায়।

ম্যুজ়

গত কয়েক বছরে লিকুইড ফাউন্ডেশন, ম্যাট ফাউন্ডেশনের পাশাপাশি ম্যুজ়ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর সুবিধা হল জিনিসটি ভীষণ হালকা, একেবারে ক্রিমের মতো। শুষ্ক ত্বকেও খুব সহজে মিশে যায়। খুব বেশি ভারী নয়। তাই যাঁরা চান, মুখে প্রসাধনীর মোটা পরত থাকবে না, তাঁদের জন্য ম্যুজ় সঠিক পছন্দ।

সুবিধা

· খুব হালকা মেকআপ, কিন্তু কভারেজ ভালই।

· ব্যবহার করা সুবিধাজনক। সহজে ত্বকের সঙ্গে মিশে যায়।

· মুখ করে তোলে সুন্দর, চকচকে। কিন্তু এক বারও মনে হয় না কৃত্রিমতার পরত রয়েছে। ‘নো মেকআপ লুক’ আনার জন্য ম্যুজ় আদর্শ।

· মোটা ধরনের ফাউন্ডশেন ব্যবহার করলে সেই পরত দেখতে বিশ্রী লাগে। মুখের উপর বলিরেখাও ফুটে ওঠে ঠিকমতো সেটি মাখতে না পারলে। কিন্তু ম্যুজ়ের ক্ষেত্রে মেকআপ ধেবড়ে যাওয়া বা কৃত্রিম দেখানোর ভয় নেই।

কাদের জন্য ভাল?

শুষ্ক থেকে তৈলাক্ত, যে কোনও ত্বকেই এটি মাখা যায়। দিনের বেলার জন্যও এটি ভাল। বিশেষত হালকা মেকআপ যাঁদের পছন্দ, তাঁদের জন্য ম্যুজ় সঠিক।

ম্যাট ফাউন্ডেশন এবং ম্যুজ়ের তফাত কোথায়?

ত্বক অনুজ্জ্বল কিন্তু মসৃণ দেখাতে সাহায্য করে ম্যাট ফাউন্ডেশন। ম্যুজ় ব্যবহার করলে বোঝা যায় না, আদৌ কিছু মাখা হয়েছে। হালকা চটক খেলে যায় মুখে। ম্যাট ফাউন্ডেশন একটু মোটা তরল বা ক্রিমের মতো। ম্যুজ় ভীষণ হালকা, একেবারেই চটচটে নয়।

ফাউন্ডেশন ব্যবহারের কৌশল

ফাউন্ডেশন ব্যবহারের আগে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেওয়া জরুরি। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে তেল নিয়ন্ত্রণ করতে পারে, এমন ম্যুজ় মাখতে পারেন। তবে ত্বকের ধরন শুষ্ক হলে ম্যাট ফাউন্ডেশন এড়িয়ে চলাই ভাল। দু’টি ফাউন্ডশেনই কেনার আগে চোয়ালের কাছে ত্বকে ভাল করে লাগিয়ে দেখুন, কোনটি মানানসই হচ্ছে এবং মাখার পর জেল্লা কেমন। কোনটি কিনবেন বা ব্যবহার করবেন, তা নির্ভর করবেন কখন অনুষ্ঠান এবং কতটা কভারেজ চাইছেন, তার উপর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement