কেন ‘শার্ট টাকার’ নায়কদের এত প্রিয়? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পুরুষেরাও এখন ফ্যাশনের ব্যাপারে বেশ উৎসাহী। অফিস হোক বা উৎসব-অনুষ্ঠান, মহিলাদের সঙ্গে পাল্লা দিয়ে ছেলেরাও সাজছেন। তবে নামী সংস্থার পোশাক, ঘড়ি, জুতো পরলেই হল না, কোথায় যাচ্ছেন সেই অনুযায়ী পোশাক বাছাও জরুরি। কখন শার্ট গুঁজে পরবেন আর কখন ছেড়ে, কেমন শার্টের সঙ্গে কোন ধরনের ট্রাউজ়ার্স পরবেন, কী ধরনের প্রসাধনী ব্যবহার করবেন, সে বিষয়ে ধারণা থাকা জরুরি। না হলে পুরো সাজটাই বেমানান লাগবে। প্রতি দিন অফিস যাওয়ার সময়ে কোনও রকমে জামাকাপড় গলিয়ে চলে যাওয়ার অভ্যাস অনেকেরই আছে। বেশির ভাগ অফিসেই ফর্মাল পোশাক পরাই নিয়ম। পুরুষদের ক্ষেত্রে শার্ট গুঁজে পরার নিয়ম রয়েছে অনেক অফিসে। বাড়ি থেকে ট্রাউজ়ার্সে ঠিক মতো শার্ট গুঁজে রেরোলেও মেট্রোর হাতল কিংবা ছাতা ধরতে গিয়ে কখন যে সেই শার্টের অর্ধেকাংশ ট্রাউজ়ার্স থেকে বেরিয়ে যায়, সে খেয়াল থাকেই না অনেকের।
বড় পর্দায় হোক বা বাস্তবে, বলিউড থেকে টলিউডের অভিনেতাদের দিকে একটু লক্ষ করলেই দেখা যাবে, তাঁদের শার্ট কিন্তু সব সময়েই একেবারে পরিপাটি থাকে। নায়িকাদের সঙ্গে নাচতে গিয়ে কিংবা অনুরাগীদের দেখে হাত নাড়ালেও তাঁদের শার্ট কিন্তু ট্রাউজ়ার্স থেকে এতটুকু বাইরে বেরোয় না। অভিনেতারা কী এমন করেন, তাই ভাবছেন তো? অভিনেতারা শার্ট গুঁজে পরার সময় ব্যবহার করেন ‘শার্ট টাকার’।
শার্ট টাকার কী?
শার্ট টাকারকে এক ধরনের বেল্ট বলা যেতে পারে। তবে এই বেল্ট জামার উপরে নয়, জামার ভিতরে পরতে হয়। বাজারে সাধারণত দু’ধরনের শার্ট টাকার পাওয়া যায়।
একটিকে দেখতে সাধারণ বেল্টের মতোই। প্রথমে শার্ট পরে তার উপর এই বেল্টটি পরতে হবে। বেল্টটির মুখের দিকটা শার্টের বোতামের সঙ্গে আটকে দিতে হবে। তার পর ট্রাউজ়ার্স পরে নিলেই হল। যতই হাত তুলুন, নাচানাচি করুন, শার্ট কিছুতেই উঠে আসবে না।
আর এক ধরনের শার্ট টাকারে দু’টি ভাগ থাকে। দু’পায়ের তলা দিয়ে গলিয়ে পরতে হয়। এ ক্ষেত্রে ঊরুর দিকে বেল্টের এক অংশ চেপে থাকে আর সেখান থেকে ফিতে- সহ তিনটি ক্লিপ ঝোলানো থাকে, যেগুলি শার্টের শেষ প্রান্তে লাগিয়ে দিলেই আর কোনও সমস্যা থাকে না। শেষমেশ ট্রাউজ়ার্স গলিয়ে নিলেই অফিস যাওয়ার জন্য একেবারে তৈরি।
শার্ট টাকারকে এক ধরনের বেল্ট বলা যেতে পারে। ছবি: সংগৃহীত।
দাম কত?
সংস্থাভেদে শার্ট টাকারের দামেও রকমফের আছে। অনলাইন শপিং সাইটগুলিতে মোটামুটি ৩০০ টাকা থেকেই এই ধরনের শার্ট টাকার কিনতে পাওয়া যায়। তবে সেগুলির মান তেমন ভাল নয়। মোটামুটি ১০০০-১৫০০ টাকার মধ্যে ভাল মানের শার্ট টাকার পাওয় যায়। বাজারে ৫০০০ টাকার শার্ট টাকারও আছে।