Vidya Balan Saree Lesson

শাড়ি পরে শৌখিনী হওয়ার গোপন কথা জানেন বিদ্যা বালন! তাঁর থেকে শিখে নিন পাঁচ শাড়ি-বিদ্যা!

নিজে বলিউডের খ্যাতনামী অভিনেত্রী। স্বামী ভারতীয় সিনেমার অন্যতম বড় প্রযোজনা সংস্থার প্রধান। চাইলেই দেশের সেরা পোশাকশিল্পীদের দিয়ে নিজের জন্য ট্রেন্ডে থাকা আধুনিক পোশাক বানিয়ে নিতে পারতেন। কিন্তু বিদ্যা তা করেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৩:০৬
Share:

ছবি : সংগৃহীত।

এমন নয় যে তাঁর চেহারা ভারী বলেই তিনি শাড়ি পরেন। বলিউড যেমন চেহারার নায়িকাদের দেখতে অভ্যস্ত, তেমন চেহারা বিদ্যা বালনের ছিল না তা-ও নয়। তবু ট্রেন্ডে গা ভাসিয়ে আধুনিক, পশ্চিমি ধাঁচের প্যান্ট, গাউন, ড্রেস না পরে অধিকাংশ সময় শাড়িই পরেছেন বিদ্যা।

Advertisement

নিজে বলিউডের খ্যাতনামী অভিনেত্রী। স্বামী ভারতীয় সিনেমার অন্যতম বড় প্রযোজনা সংস্থার প্রধান। চাইলেই দেশের সেরা পোশাকশিল্পীদের দিয়ে নিজের জন্য ট্রেন্ডে থাকা আধুনিক পোশাক বানিয়ে নিতে পারতেন। কিন্তু বিদ্যা তা করেন না। করেননি। বদলে বছর দশেক আগেও কান চলচ্চিত্র উৎসবে যখন ভারতীয় নায়িকারা বিদেশি গাউনে নজর কাড়তে ব্যস্ত, তখন সেখানে বিদ্যা হাজির হয়েছিলেন একরঙা একটি শাড়ি আর বিপরীত রঙের ফুলহাতা ব্লাউজ় পরে।

এখন কানে শাড়ির ফ্যাশন নতুন কিছু না হলেও, এমনকি, কানে ভারতীয়দের যাওয়া দারুণ বিষয় না হলেও তখন কানে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব বিশেষ চোখে দেখা হত। বিদ্যা সেখানে আমন্ত্রিত হয়েছিলেন বিচারক হিসাবে।আর লাল গালিচায় আত্মবিশ্বাসের সঙ্গে হেঁটেছিলেন শাড়ি পরে। যেমন এখনও বলিউডের সমস্ত অনুষ্ঠানে, পার্টিতে শাড়িতেই নজর কাড়েন বিদ্যা। শাড়িতে শৌখিনী সাজার বিদ্যা তাই তাঁর থেকেই শেখা যায়।

Advertisement

শাড়ি-বিদ্যার পাঁচ কথা

১। কী শাড়ি পরছেন?

একটু খেয়াল করলে দেখবেন বিদ্যা খুব বেশি শিফন, জর্জেট জাতীয় সিন্থেটিক বা কৃত্রিম তন্তুতে বোনা শাড়ি পরেন না। তিনি যে শাড়ি পরেন, তা হয় সুতি, নয়তো রেশমের সুতোয় বোনা। যা সম্পূর্ণ প্রাকৃতিক এবং ঐতিহ্যবাহী পদ্ধতিতে তাঁতে বোনা, প্রাকৃতিক রঙে রাঙানো। তাতে খাঁটি জরির নকশা হাতে বোনা থাকে। কোনও মেশিনে নয়। মনে হতেই পারে, ওই সব শাড়ির দাম অনেক বেশি। কিন্তু বিদ্যা অনেক সাধারণ সুতির শাড়ি কিংবা একরঙা পিওর সিল্কের শাড়িও পরেন, যার দাম খুব বেশি হওয়ার কথা নয়। এই ধরনের শাড়ি পরার সুবিধা হল শাড়ি যেমনই হোক, তা উপাদানগুণে শরীরকে জড়িয়ে থাকে সুন্দর ভাবে। ফলে তা দেখতেও ভাল লাগে। অর্থাৎ বিদ্যার শাড়ি-বিদ্যা মানলে, প্রকৃতি থেকে পাওয়া সুতোয় বোনা শাড়ি পরলেই তা দেখতে ভাল লাগবে।

২। কম না কি বেশি নকশা

তবে শাড়ি তো শুধু জড়িয়ে নিলেই হল না, একটু কেতাদুরস্ত দেখাতে হলে সামান্য সাজগোজও দরকারি। কোন শাড়ি কী ভাবে স্টাইল করেন বিদ্যা? বিদ্যার সাজগোজে নজর দিলে দেখা যাবে, তিনি অনেক সময় সাধারণ নকশাহীন শাড়ি যেমন পরেন, তেমনই বেশি নকশাদার ভারী শাড়িও পরেন। তবে শাড়িতে ভারী নকশা পরলে তার সঙ্গের ব্লাউজ় বা গয়না একেবারেই কম পরেন। চুলও বেঁধে রাখেন সচরাচর। শুধু মুখে থাকে মাননসই মেকআপ। অন্য দিকে, হালকা শাড়িকেও পার্টিতে পরার মতো করে নিতে পারেন নকশাদার ব্লাউজ় এবং ভারী গয়না পরে। দুই সাজেই মোহময়ী দেখায় নায়িকাকে।

৩। স্বাচ্ছন্দ্য

বিদ্যার শাড়ির সাজের মূল কথা হল স্বাচ্ছন্দ্য। ফ্যাশনের জন্য আরামকে বিসর্জন দেন না অভিনেত্রী। শাড়ি জড়ানোর ব্যাপারে খুব বেশি কেতা দেখানোর চেষ্টা করেন না। কিন্তু তিনি শাড়িকে এমন ভাবে পিন করেন যাতে তাঁর হাঁটাচলায় বা কাজে কোনও অসুবিধা হয় না। সেই স্বাচ্ছন্দ্য ফুটে ওঠে তাঁর ফ্যাশনেও। আর আপনি যা পরেছেন, তাতে স্বচ্ছন্দ হলে এমনিতেই দেখতে ভাল লাগে।

৪। গয়না

বিদ্যার গয়নার সংগ্রহ দেখার মতো। ট্রাইবাল গয়নাগাটি থেকে শুরু করে টেম্পল জুয়েলারি, সোনা, রুপো, হিরে সবরকমই পরেন তিনি। আর কোন শাড়ির সঙ্গে কোন গয়নাটি মানাবে, সেটি খুব ভাল বোঝেন। কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, কী পরছেন তার উপর নির্ভর করে গয়না বেছে নেন। যেমন একটি জমকালো সিল্কের শাড়ির সঙ্গে সোনার ঝুমকো বা কানপাশা পরতে দেথা যায় বিদ্যাকে। কিন্তু সুতির শাড়ি পরলে কখনও সখনও টেরাকোটা এবং কালচে রুপোর গয়নাও পরেন বিদ্যা। মোট কথা গয়না যেন কখনওই শাড়িকে ছাপিয়ে না যায়। গয়না শাড়ির ভাবনাকেই ছড়িয়ে দেবে হাতে, গলায় কানে।

৫। ঐতিহ্য

বিদ্যা বার বার প্রমাণ করেছেন শাড়ি তাঁর কাছে শুধু একটি পোশাক নয়। শাড়ি তাঁর কাছে তাঁর ঐতিহ্যের প্রতিফলন। তাই শাড়ি তিনি পরেন তাঁর একান্ত আপন, প্রিয় পরিধান হিসাবে। ঐতিহ্যের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখার মাধ্যম হিসাবে। শাড়ি বলিউডের বহু নায়িকাই পরেন। তবে বিদ্যা যেভাবে শাড়িকে আপন করে তার ঐতিহ্যকে বজায় রেখে পরেন, যে ভাবে শাড়ি পরে লাবণ্যময়ী হয়ে ওঠেন, তেমন এ যুগের আর কোনও বলিউডের অভিনেত্রীকে দেখতে লাগে না বলে মনে করেন বলিউডের ফ্যাশন-বোদ্ধারাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement