Tooth Gem

দাঁতে বসানো ছ’টি হিরে! রবিশঙ্করের শিষ্য তরুণ সেতারবাদকের হাসিতেও রয়েছে চমক

সেতার বাজানোর সময় হাতে মেহন্দি, সাজপোশাক, সেতারের তালে গলা মেলানো— সঙ্গীত পরিবেশনার সময় ঋষভের ছোট ছোট কাজগুলি দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। শুধু তা-ই নয়, ঋষভের হাসিতেও রয়েছে চমক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৫:২৬
Share:

ঋষভের দাঁতসজ্জায় যখন হিরে। গ্রাফিক:আনন্দবাজার ডট কম।

সেতারবাদক হিসাবে পরিচিতি তৈরি করেছেন। দেশ-বিদেশের নানা প্রান্তে অনুষ্ঠান করেছেন। সেতারের একক অনুষ্ঠান করেছেন হোয়াইট হাউসেও। পন্ডিত রবিশঙ্করের কাছ থেকে সেতারের তলিমপ্রাপ্ত ঋষভ রিখিরাম শর্মা এখন সমাজমাধ্যমে জনপ্রিয় মুখ। অল্পবয়সি ঋষভ যেমন সঙ্গীতের কারণে মন জয় করেছেন, তেমনই তাঁর সঙ্গীত পরিবেশনার ধরনও নজর কাড়ে দর্শকের। সেতার বাজানোর সময় হাতে মেহন্দি, সাজপোশাক, সেতারের তালে গলা মেলানো— সঙ্গীত পরিবেশনার সময় ঋষভের ছোট ছোট কাজগুলি দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। শুধু তা-ই নয়, ঋষভের হাসিতেও রয়েছে চমক।

Advertisement

হিরে বেশ প্রিয় এই সেতার তারকার। আর সেই কারণ দাঁতে পরে নিয়েছেন হিরের স্টাড। সেতারবাদকের নীচের পাটির দাঁতে জ্বলজ্বল করে ছ’টি হিরে। কেবল নজরে আসার জন্য নয়, ঋষভের মতে, এই হিরের সঙ্গে সঙ্গীতেরও যোগ রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘হ্যাঁ আমার দাঁতেও হিরে আছে। এটা শৃঙ্গারের একটা অংশ। নিজেকে সুন্দর করে সাজালে মন ভাল থাকে, সঙ্গীতচর্চাও তখন ভাল হয়। জীবনটা তখন নিজে থেকেই ভাল হয়ে যায়।’’

দাঁতে কোনও পাথর বসানোর প্রক্রিয়াটিকে বলা হয় টুথ জেম বা টুথ পিয়ার্সিং। এই পদ্ধতিতে দাঁতে মূল্যবান পাথর বসানো হয। এ ক্ষেত্রে দাঁতে কোনও রকম ছিদ্র করার প্রয়োজন পড়ে না। পাথরগুলি দাঁতের উপরে অংশের সঙ্গে যুক্ত থাকে। টুথ জেম প্রক্রিয়ায় মূলত নীলা, পান্না, ক্রিস্টাল আর হিরের ব্যবহার করা হয়। ভারতীয়দের মধ্যে টুথ পিয়ার্সিং ততটা জনপ্রিয় না হলেও বিদেশে হেইলি বিবার, ক্যাটি পেরি, বেলা হাদিদের মতো তারকারা টুথ পিয়ারর্সিং করিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement