পোশাকে সমাজ সচেতনতার বার্তা দিলেন সানি লিওনে এবং মলাইকা আরোরা। ছবি : সংগৃহীত।
এডসের মতো অসুখ নিয়ন্ত্রণ করতে দরকার সামাজিক সচেতনতা। আর সেই সচেতনতা বৃদ্ধির স্বার্থেই একটু অন্য ধরনের পোশাক পরলেন সানি লিওনে এবং মলাইকা আরোরা। এক ফ্যাশন শোয়ে ওই দুই তারকার পোশাক নিয়ে তার পর থেকেই শুরু হয়েছে আলোচনা।
গত সোমবার ছিল বিশ্ব এডস দিবস। সেই উপলক্ষে বলিউডের পোশাকশিল্পী অ্যাশলি রেবেলোর একটি ফ্যাশন শোয়ে মার্জার সরণিতে অবতীর্ণ হন সানি। তাঁকে দিয়েই শুরু হয় ফ্যাশন শো। আর শুরুতেই চমকে দেন অভিনেত্রী।
গোলাপি বড় স্কার্ট খুলে ফেললেন মাঝপথেই।
রুপোলি মেটালিক টপ আর হট পিঙ্ক বেলুন স্কার্ট পরে র্যাম্পের মাঝপথে এসে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। রুপোর চেন গেঁথে তৈরি ওড়না তাঁর মাথা ঢাকার পাশাপাশি নেকলেসের ভূমিকাও পালন করছিল। নীচে পরেছিলেন অ্যাসিমেট্রিকাল হেমলাইনের বেলুন স্কার্ট। যে স্কার্টের ঝুল পিছনের দিকে গোড়ালি ছুঁলেও সামনের দিকে উরুর পরেই থমকেছে। ফলে নাটকীয় স্কার্টের ফাঁকে স্পষ্ট দৃশ্যমান নায়িকার পা জোড়া। সানি র্যাম্পের মাঝপথে দাঁড়িয়ে আচমকাই সেই স্কার্ট খুলে ফেললেন। দেখা গেল, বেলুন স্কার্টের নীচে তিনি পরে রয়েছেন একটি মেটালিক মিনিস্কার্ট। যার চার দিকে ঝোলানো রূপোলি বরফির মতো নকশা আসলে সার দেওয়া কন্ডোমের প্যাকেট।
মলাইকার ওভার কোটে সচেতনতার বার্তা।
বিশ্ব এডস দিবসে ফ্যাশন শো। সেই শোয়ের মূল ভাবনা কী, তা স্পষ্ট হল তার পরেই। এডস নিয়ন্ত্রণের সচেতনতা বৃদ্ধির স্বার্থেই সানির ওই পোশাক। যা বলছে, শুধু বাইরের নাটকীয়তার কথা ভাবলেই চলবে না। এডসের মতো রোগকে রুখতে হলে সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করা জরুরি।
বিশ্ব এডস দিবসে ছিল ফ্যাশন শো।
সানি যে বার্তা দিয়ে ফ্যাশন শো শুরু করেছিলেন তাতেই ইতি টানেন মলাইকা। তিনি পরেছিলেন একটি বডি হাগিং গাঢ় লাল রঙের পোশাক। যে লাল প্রেমের প্রতীক, ভালবাসার প্রতীক। তবে সেই গাঢ় লাল পোশাকের উপরে যে ওভারকোট পরেছিলেন মলাইকা তাতে ছিল সচেতনতার বার্তা। যে পেঁচানো লাল রিবন এডস রোগের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়, তা আটকানো ছিল ওভারকোট জুড়ে।
দুই অভিনেত্রীর পোশাক এবং তার আড়ালে সমাজিক বার্তা দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন ফ্যাশনপ্রেমীরা।