Eye Shadow Primer Benefits

চোখের সাজের জন্যও চাই প্রাইমার! কেন জরুরি এই প্রসাধনী, কী ভাবে ব্যবহার করবেন?

এক জোড়া উজ্জ্বল চোখ সব সময়েই নজর কাড়ে। সেই চোখ দু’টিকে সুন্দর করে তুলতেই ব্যবহার করা হচ্ছে আইশ্যাডো প্রাইমার। চোখের সজ্জায় কতটা জরুরি তা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৩:৫৭
Share:

চোখের প্রাইমার কেন ব্যবহার করবেন? ছবি:সংগৃহীত।

সাজ মানে স্নো-পাউডার থুপে দেওয়া নয়। বিষয়টি যে শিল্প তা দেখিয়ে দিয়েছেন রূপটানশিল্পীরা। ভুল মেকআপ, অদক্ষ রূপটান যেমন সৌন্দর্য মাটি করতে পারে, তেমনই দক্ষ হাতের কারিকুরি শিল্প তৈরি করতে পারে।

Advertisement

সময়ের সঙ্গে বদল ঘটেছে রূপটানের ভাবনা এবং উপকরণে। বদলে গিয়েছে রূপটানের ধরন। তাই যাঁরা সাজতে ভালবাসেন তাঁরা জানেন ফাউন্ডেশন ব্যবহারের আগে উপযুক্ত প্রাইমার ব্যবহার কতটা জরুরি। মুখের প্রাইমারের পাশাপাশি বাজারে এসেছে আইশ্যাডো প্রাইমারও। কেন তা ব্যবহার করবেন?

ব্রাশের সাহায্যে ব্যবহার করতে পারেন আইশ্যাডো প্রাইমার। ছবি:সংগৃহীত।

আইশ্যাডোর স্থায়িত্ব বাড়ায়: আইশ্যাডো প্যালেটে নানা রকম রং চমৎকার দেখায়। কিন্তু চোখের উপরের অংশ বা আইলিডে যখন তা লাগানো হয়, সব সময় একই রকম রং আসে না। খুব সামান্য হলেও হেরফের হয়। কারণ একটাই, ফাউন্ডেশনের আগে যেমন মুখে প্রাইমার ব্যবহার করা দরকার, তেমনই দরকার আইশ্যাডো প্রাইমার।প্রাইমার ব্যবহারের পর আইশ্যাডো লাগালে, তার রং যেমন উজ্জ্বল এবং সুন্দর আসে তেমনই তার স্থায়িত্ব বাড়ে।দিনভর রোদে, হাওয়ায় ঘুরলেও তা এতটুকু ঘেঁটে যায় না।

Advertisement

মসৃণ ক্যানভাস তৈরি করে: রূপটানশিল্পীদের কাছে মুখই হল ক্যানভাস। চোখ যখন মেকআপ করা হয়, তখন চোখই হয়ে ওঠে ক্যানভাস। আইলিডে বা চোখের উপরের পাতায় অনেক ভাঁজ থাকে।প্রাইমারের ব্যবহার সেই ভাঁজ ঢেকে মসৃণ পরত তৈরি করে। তার উপর চোখের মেকআপ আরও সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায়।

আইলাইনার ঘেঁটে যায় না: আইশ্যাডো প্রাইমার ব্যবহারের পর যে কোনও আইশ্যাডো যেমন খুব ভাল খোলে, তেমনই কাজল বা আইলাইনার ঘেঁটে যায় না। অনেকেরই ত্বকের ধরন তৈলাক্ত হয়। আবার প্রবল ঘামেও আই মেকআপ নষ্ট হয়। এই সব কিছু থেকেই বাঁচাতে পারে প্রাইমার।

অসমান বর্ণ সমান করে: প্রত্যেকের ত্বকের বর্ণ যেমন আলাদা, তেমনই চোখের পাতার বর্ণও আলাদা। কারও আবার চোখের উপরের পাতায় কালো ছোপ থাকে। ফলে আইশ্যাডো ঠিক ফোটে না। চোখের উপরের অসমান বর্ণ সমান করে তোলে প্রাইমার। ফলে আই মেকআপও সুন্দর দেখায়।

কী ভাবে ব্যবহার করবেন?

· ক্লিনজ়িং খুব জরুরি। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া বা চোখে আগে থেকে করা কোনও মেকআপ লেগে থাকলে তা খুব ভাল করে পরিষ্কার করে নিতে হবে।

· চোখের উপরের অংশ কালো থাকলে কনসিলার ব্যবহার করুন। এটিও অসমান বর্ণ সমান করবে।

· তার পর ব্রাশ অথবা আঙুলের সাহায্যে চোখের উপরের পাতায় বা আইলিডে লাগিয়ে নিন আইশ্যাডো প্রা‌ইমার। খুব ভাল ভবে তা চোখের পাতায় মিশিয়ে দিতে হবে।

· প্রাইমারের পর যে কোনও ধরনের আইশ্যাডোই লাগানো যায়। চোখের সাজ সম্পূর্ণ করুন আইলাইনার, কাজল এবং মাস্কারার ব্যবহারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement