Garlic Bhorta

১০ মিনিটের রান্না একাই একশো! ভাতের পাতে থাকলে মাছ, মাংসকেও টেক্কা দেবে রসুনের ভর্তা

ঘ্রাণে অর্ধভোজনের যে কথা শাস্ত্রে বলা হয়, তা বর্ণে বর্ণে অনুভব করা যায় রসুনের ভর্তা খাওয়ার আগে। শুধু তার সুগন্ধেই মন এমন ভরে যায় যে কিছু বুঝে ওঠার আগেই হাত এগিয়ে যায় থালায়, মুখে তুলে নেয় গ্রাস!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১১:১১
Share:

রসুনের ভর্তা। ছবি: দ্যা ফুড জার্নাল।

ঝুরঝুরে সাদা ভাত। তাতে সামান্য ঘি আর পাশে রসুনের ভর্তা, ব্যস। থালায় শুধু এটুকু থাকলে মাছ-মাংস, ঝাল-ঝোল-অম্বল, কিচ্ছুটি দরকার পড়ে না! এমন দাবি করেন ভর্তাপ্রেমীরা। তাঁরা বলেন, ঘ্রাণে অর্ধভোজনের যে কথা শাস্ত্রে বলা হয়, তা বর্ণে বর্ণে অনুভব করা যায় রসুনের ভর্তা খাওয়ার আগে। পাতে পরিবেশন করার পরে শুধু তার সুগন্ধেই মন এমন ভরে যায় যে কিছু বুঝে ওঠার আগেই হাত এগিয়ে যায় থালায়, মুখে তুলে নেয় গ্রাস!

Advertisement

এমন যে খাবার, তা বানাতে কিন্তু বিশেষ সময় লাগে না। ১০ মিনিটেই রান্না হয়ে যায়। উপকরণও লাগে সামান্যই। পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে মেখে নিলেই হল। রান্না করতে যদি কোনও দিন ভাল না লাগে, তবে এই একটি রান্নাতেই মধ্যাহ্নভোজ জমে যেতে পারে। শিখে নিন কী ভাবে বানাবেন।

উপকরণ:

Advertisement

১০-১২টি রসুনের কোয়া

১টি বড় পেয়াঁজ সরু করে কাটা

২ টেবিল চামচ সর্ষের তেল

২টি শুকনো লঙ্কা

স্বাদমতো নুন

২ টেবিল চামচ ধনেপাতা কুচি

১ চা-চামচ পাতিলেবুর রস

প্রণালী:

তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ভেজে তুলে নিন। এ বার ওই তেলেই রসুন ভাজুন। রসুন লালচে হয়ে এলে তুলে নিয়ে ভাজুন পেয়াঁজ কুচি। হালকা বাদামি রং ধরলে তুলে নিন।

একটি পাত্রে ভাজা রসুন গুলো হাতে করে চটকে মেখে নিন। আলাদা করে ভাজা পেঁয়াজ আর ভাজা লঙ্কা নুন দিয়ে চটকে মাখুন।

এ বার রসুন আর পেঁয়াজ মাখা একসঙ্গে মিশিয়ে তাতে দিন ধনেপাতা এবং লেবুর রস। নুন ঠিক আছে কি না দেখে নিন। তার পরে ছোট ছোট গোল করে ভাগ করুন। সাদা ভাতের উপরে ঘি ছড়িয়ে তার পাশে পরিবেশন করুন রসুনের ভর্তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement