Reliance Jio

জলের দরে ‘জিও’ নেওয়ার সময় এই সমস্যাগুলোয় পড়ছেন না তো!

গত সপ্তাহে মুকেশ অম্বানী যে অফার দিলেন হয়তa এটাই বছরের সেরা উপহার হতে পারে। আনলিমিটেড কল, অফুরন্ত ৪জি ডেটা-সহ নানা অফারে বাজিমাত। জিও-র এই জয়জয়কারে বাকি টেলfকম সংস্থাগুলো স্বাভাবিক ভাবে ভুরু কোঁচকাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৮
Share:

রিলায়্যান্স জিও-র জলের দরে অফার

গত সপ্তাহে মুকেশ অম্বানী যে অফার দিলেন হয়তa এটাই বছরের সেরা উপহার হতে পারে। আনলিমিটেড কল, অফুরন্ত ৪জি ডেটা-সহ নানা অফারে বাজিমাত। জিও-র এই জয়জয়কারে বাকি টেলfকম সংস্থাগুলো স্বাভাবিক ভাবে ভুরু কোঁচকাচ্ছে। এমনকী, এত সস্তায় জিও পরিষেবা দিতে পারবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে। এ দিকে নতুন জিও-র সিম পেতে গ্রাহকরা হিমশিম খাচ্ছেন। স্থানীয় মোবাইল দোকানে রাতভর চলছে ফর্ম ফিলআপের ব্যস্ততা। জলের দরে ডেটা পেতে নেটওয়ার্ক পোর্টাবিলিটি করছেন অনেকে। কিন্তু এই পরিষেবা পেতে ইতিমধ্যে নানা সমস্যা দেখা দিয়েছে। তাই জিও সিম নেওয়ার আগে এক নজরে এই তথ্যগুলো জেনে নিন।

Advertisement

আরও খবর- প্যাকেজে কী কী অফার দিচ্ছে রিলায়্যান্স জিও? দেখে নিন এক নজরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement