ear

কানে জল ঢুকে গিয়েছে? সহজেই কী ভাবে বার করবেন জানেন?

কানে জল ঢুকে গেলে সারা দিন থাকে অস্বস্তি। সেই জল থেকেই তৈরি হতে পারে নানা সমস্যা। তবে কিছু উপায় জানলে বাড়িতেই সেই সমস্যার সমাধান করা যায়। জানেন কী করে সম্ভব?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ১৫:১৫
Share:

কানে জল ঢুকলে কিছু নিয়ম মেনে সহজেই বার করুন তা। ছবি: শাটারস্টক।

স্নানের সময় সতর্ক থাকলেও অনেক সময়েই শরীরে জল ঢালার তোড়ে কানের ভিতর জল ঢুকে যায়। অল্পস্বল্প জল ঢুকলে অত অসুবিধা হয় না। কিন্তু অনেকটা জল ঢুকে গেলে সারা দিন থাকে অস্বস্তি। বহু চেষ্টাতেও সেই জল বার করা যায় না। কান বন্ধ হওয়া থেকে কানে যন্ত্রণা তো রয়েইছে, এমনকি জলের পরিমাণ বেশি হলে কান থেকে রক্ত বার হওয়া, পুঁজ ইত্যাদির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

Advertisement

“কানে জল ঢুকলে খানিকটা চেষ্টা করে তা না বেরলে অনেকেই সেই শারীরিক অসুবিধা নিয়ে কাটিয়ে দেন দিনের পর দিন। শরীরের নিজস্ব প্রক্রিয়ায় কান থেকে সেই জল বেরিয়ে যাবে ধরে নিয়েই অপেক্ষা করেন। কম জল ঢুকলে যাও বা এই অভ্যাস মেনে নেওয়া যায়, কিন্তু পরিমাণে বেশি জল ঢুকলে তার জন্য কোনও চিকিৎসা বা চেষ্টা না থাকলে বধিরতাও আসতে পারে কিন্তু!’’ —সাবধান করলেন চোখ-কান-গলার বিশেষজ্ঞ চিকিত্সক শীর্ষক দত্ত।

তবে সব সময় কি কিছু হলেই চিকিৎসকের কাছে পৌঁছনো সম্ভব হয়? চিকিৎসকদের পরামর্শ, তেমন পরিস্থিতি এলে বা চিকিৎসকদের কাছে আসার আগে কিছুটা আরাম বোধের জন্য অবশ্য বাড়িতেই চেষ্টা করুন কানের পুরো জল বার করে দিতে। কিন্তু কী ভাবে তা সম্ভব, জানেন?

Advertisement

আরও পড়ুন: ইলেকট্রিক বিলে দেদার খরচ হয়ে যাচ্ছে? এই সব কৌশলে টাকা বাঁচান সহজেই

ঘরোয়া উপায়ে জল না বেরলে অবশ্যই শরণ নিন চিকিৎসকের। ছবি: শাটারস্টক।

​কানে অল্প জল ঢুকলে চুইংগাম চিবোন। দাঁত, মাড়ি ও কানের পাশের পেশীগুলির ওঠাপড়ায় কানের জল বেরিয়ে আসবে। কানের জল বার করার সবচেয়ে সহজ উপায় স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে তা বার করে ফেলা। জল ঢুকলে একটা লম্বা শ্বাস নিন। এ বার দু’আঙুলে নাকের ছিদ্র বন্ধ করে সেই অবস্থাতেই শ্বাস ত্যাগ করতে চেষ্টা করুন। এই পদ্ধতি বার কয়েক অবলম্বন করলেই কান থেকে জল বেরিয়ে যাবে সহজে। বাড়িতেই চেষ্টা করুন আর এক নিরাপদ পদ্ধতি। যে কানে জল ঢুকেছে সে দিকে মাথা কাত করুন। এ বার সেই দিকের হাতের তালু জল ঢোকা কানের উপরে রেখে জোরে চাপ দিন। চাপ দিয়ে সরিয়ে নিন হাত। এতে কিছুটা জল বেরিয়ে আসবে। বার কয়েক এমন করতে করতেই কানের সিংহভাগ জলই বেরিয়ে আসে।

আরও পড়ুন: উত্তেজনায় হাত-পায়ের তালু ঘামে? কোনও অসুখ নয় তো!

তবে এতেও সমাধান না হলে অবশ্যই চিকিৎসকের কাছেযান। কোনও রকম বাজারচলতি কানের ড্রপ এই অবস্থায় দেবেন না। বরং চিকিৎসকেরপরামর্শ মেনে ওষুধ ও ড্রপ ব্যবহার করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন