Motorbike

হার্লে ডেভিডসন আনছে নতুন ‘ফ্যাট ববֹ’ মডেল

হলিউডি সিনেমার দৌলতে আমবাঙালির চেনা নাম, হার্লে ডেভিডসন। হার্লে ডেভিডসনের ‘ফ্যাট বব’ মডেল অবশ্য আগেই বাজার মাতিয়েছিল। এ বার সেই মডেলকেই ঝেড়ে মুছে নতুন মোড়কে বাজারে আনতে চলেছে তারা। এক নজরে দেখে নিন, ঝাঁ চকচকে ওই বাইকে নতুন কী কী রয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭ ১৯:০০
Share:
০১ ০৭

হলিউড সিনেমা ‘রেসিডেন্ট ইভিল’-এর পরবর্তী সংযোজন ‘জমবি অ্যাপোক্যালিপস’-এর জন্যই নতুন করে ডিজাইন করা হয়েছে ফ্যাট ববকে। হলিউড অভিনেত্রী মিলা জোভোভিচকে এই বাইকটি চালাতে দেখা যাবে।

০২ ০৭

নতুন ফ্যাট বব ওজনে অনেক হাল্কা, অথচ সওয়ারিদের জন্য ঢের বেশি আরামপ্রদ ও নিরাপদ। বাইকটিতে এলইডি হেডলাইট থাকবে।

Advertisement
০৩ ০৭

১৯০৩ সালে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে প্রতিষ্ঠা করা হয় মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হার্লে-ডেভিডসন। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হার্লে-ডেভিডসন।

০৪ ০৭

নতুন ফ্যাট ববে রয়েছে মিলওয়াকি এইট ১০৭-এর দু’টি ইঞ্জিন। ইঞ্জিন দু’টিকে আপডেট করা হয়েছে জোড়া কাউন্টার-ব্যালেন্সার দিয়ে।

০৫ ০৭

নতুন মোটরবাইকের পিকআপ বা গতি অনেক বেশি। সংস্থার ওয়েবসাইট বলছে, বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীতেই এই মোটরবাইকের কদর রয়েছে।

০৬ ০৭

২০১৮ সালের অক্টোবরের মধ্যে ফ্যাট ববের নতুন মডেল লঞ্চ করবে হার্লে ডেভিডসন। সংস্থা জানিয়েছে, বর্তমানে হার্লে ডেভিডসনের যত সফটেল মডেল রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে ফ্যাসনেবল হবে ফ্যাট ববের এই নতুন মডেল।

০৭ ০৭

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং কেতাদুরস্ত এই বাইক শুধু হলিউড নয় নজর কেড়েছে দেশের বাজারেও। ভারতে ফ্যাট ববের পুরনো মডেলের দাম প্রায় ১৩ লক্ষ টাকা। তবে নতুন মডেল কিনতে গেলে গাঁটের কড়ি একটু বেশিই খসাতে হবে। ফ্যাট ববের নতুন মডেলের দাম পড়বে প্রায় ১৫ লক্ষ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement