What not to keep on Fridge

ফ্রিজের মাথায় ঘরের জিনিসপত্র জড়ো করে রাখেন? কোন কোন জিনিস রাখলে বিপদ ঘটতে পারে?

রোজের ব্যবহারের টুকিচাকি জিনিস থেকে ওষুধ, কাগজপত্র বা ঘর সাজানোর জিনিসও ফ্রিজের মাথায় রাখেন অনেকে। কোন কোন জিনিস ফ্রিজের মাথায় রাখলে বিপত্তি ঘটতে পারে, তা জেনে রাখা জরুরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৬:০৯
Share:

ফ্রিজের মাথায় কোন ৭ জিনিস রাখলেই বিপদ? ফাইল চিত্র।

জায়গা বাঁচাতে ফ্রিজের মাথায় নানা জিনিস রাখেন অনেকেই। সে ঘর সাজানোর জিনিস, কাচের ফুলদানি হোক বা ওষুধপত্রের বাক্স। বেশির ভাগ বাড়িতেই ফ্রিজের মাথায় এমন হাজারো জিনিসপত্রের ভিড় থাকে। তার মধ্যে রোজের ব্যবহারের টুকিটাকি জিনিস, জরুরি কাগজপত্র, এমনকি মশলার কৌটোও রেখে দেন অনেকে। কেবল ফ্রিজ নয়, মাইক্রোঅয়েভ অভেনের উপরেও ঘরের নানা জিনিসপত্র রাখা হয়। এই অভ্যাস একেবারেই ঠিক নয়। ফ্রিজের উপর কোন কোন জিনিস রাখলে বিপদ ঘটতে পারে, তা জেনে রাখা জরুরি।

Advertisement

১) ফ্রিজের মাথায় কভার পাতবেন না

এই ভুল প্রায় সকলেই করেন। ফ্রিজের উপর যাতে ধুলো না পড়ে, সে জন্য কাপড় বা পলিথিনের কভারে ঢেকে রাখা হয়। কিন্তু অনেকেই জানেন না যে, ফ্রিজের উপরের অংশে প্রায়শই বায়ু চলাচলের জন্য ভেন্ট বা গ্রিল থাকে, যা ফ্রিজের কম্প্রেসার থেকে উৎপন্ন তাপ বের করে দিতে সাহায্য করে। কাপড় বা কভার দিয়ে এই ভেন্টগুলি ঢেকে দিলে বায়ু চলাচল বাধা পাবে, তাতে ফ্রিজ অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। এতে দ্রুত ফ্রিজ নষ্ট হবে বা তার যন্ত্রপাতি অকেজো হতে থাকবে।

Advertisement

১) পাউরুটি, ফল বা খাবারদাবার

দোকান থেকে কিনে আনা পাউরুটির প্যাকেট ফ্রিজের মাথায় রেখে দেন অনেকেই। অথবা ফল বা খাবারের প্যাকেট, কৌটো ইত্যাদিও রাখা হয়। খেয়াল রাখতে হবে, ফ্রিজ থেকে যে তাপ বার হয় তাতে পাউরুটি বা ফল অথবা টাটকা খাবার সহজেই নষ্ট হয়ে যাবে। খাবারে অতি দ্রুত ছত্রাক জন্মাবে, যা বিষক্রিয়ার কারণ হয়ে উঠবে।

৩) বৈদ্যুতি্ক যন্ত্রপাতি

কফি তৈরির মেশিন, ছোট হিটার, ব্লেন্ডার, রেডিয়ো বা টোস্টারের মতো বৈদ্যুতিক যন্ত্রপাতি ভুলেও ফ্রিজের মাথায় রাখবেন না। অনেকেই নানা রকম আলো লাগানো শো-পিস রাখেন ফ্রিজের মাথায়, যা বিদ্যুতে চলে। তেমন জিনিসও রাখা উচিত নয়। এর থেকে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি বাড়বে। তা ছাড়া ফ্রিজের কম্প্রেসারে যখন তাপ উৎপন্ন হয়, তখন এক রকম কম্পন হয়। সেই কম্পনে বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যেতে পারে।

৪) ওষুধপত্র

জায়গা বাঁচাতে ওষুধভর্তি বাক্স ফ্রিজের মাথায় রাখার অভ্যাস অনেকেরই আছে। সে যে কোনও ওষুধই হোক না কেন, ফ্রিজের মাথায় রাখলে তার তাপ ও কম্পনে ওষুধ নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওষুধের উপাদানে বদল আসবে এবং না জেনেই সেই ওষুধ খেলে সমস্যা বাড়বে।

৫) জল ভর্তি পাত্র

ফ্রিজের উপর জলের বোতল বা জল ভর্তি পাত্র, ফলের রস, তরল খাবারের প্যাকেট কখনওই রাখা ঠিক হবে না। প্রথমত, জল পড়ে ফ্রিজে ঢুকে গিয়ে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি থাকে। তা ছাড়া, ফলের রসের প্যাকেট বা নরম পানীয়ের বোতল ফ্রিজের মাথায় রাখলে তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।

৬) কাগজপত্র

ফ্রিজের মাথায় কাগজপত্র বা বই কখনওই রাখবেন না। এ সব দাহ্য পদার্থ। ফ্রিজের তাপের কারণে বিপদ হতে পারে। আবার কাগজ বা বই ফ্রিজের পিছনে পড়ে গিয়ে বাতাস চলাচল আটকে আরও বড় বিপত্তি ঘটাতে পারে।

৭) প্লাস্টিকের কৌটো

ফ্রিজের মাথায় প্লাস্টিকের কৌটো রাখলে, সেই প্লাস্টিকের রাসায়নিক খুব দ্রুত গলতে থাকবে। প্লাস্টিকের পাত্রের মধ্যে সেই সব রাসায়নিক মিশে গিয়ে বিপদ বাড়াবে। মশলার কৌটো বা বিস্কুট অথবা ওট্‌স বা ডালিয়ার কন্টেনার কখনওই ফ্রিজের মাথায় রাখবেন না। এতে খাবারে মাইক্রোপ্লাস্টিকের সংখ্যা আরও বেড়ে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement