Bathroom Plants

স্নানঘর হয়ে উঠবে স্পায়ের মতো, স্যাঁতসেঁতে আবহেও বেড়ে উঠবে এমন ৩ গাছ রাখুন সেখানে

স্নানঘরে ঢুকলেই মেজাজ ফুরফুরে হতে পারে যদি সেই স্থান হয় পরিচ্ছন্ন, থাকে সুগন্ধ এবং সবুজের ছোঁয়া। কী ভাবে ভোল পাল্টে দেবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ২০:৫০
Share:

স্যাঁতসেঁতে আবহেও বেড়ে উঠবে এমন কোন গাছ রাখতে পারেন স্নানঘরে?

শোয়ার ঘর, বসার ঘরের সাজসজ্জা, পরিবেশ নিয়ে সকলের মাথাব্যথা থাকলেও, স্নানঘরটি রয়ে যায় অবহেলাতেই। স্যাঁতেসেতে পরিবেশ, অন্ধকারাচ্ছন্ন কোণ, বিশ্রী গন্ধ মেজাজেও প্রভাব ফেলে। তবে খুব সহজেই স্নানঘর করে তুলতে পারেন স্পায়ের মতো। কয়েকটি গাছই সেই ভোলবদল করতে পারে।

Advertisement

স্পাইডার প্ল্যান্ট

অনেকের বাড়িতেই এই গাছটি দেখতে পাওয়া যায়। চাইলে স্নানঘরেও রাখতে পারেন স্পাইডার প্ল্যান্ট। এই গাছের বেড়ে ওঠার জন্য বিশেষ আলোর দরকার পড়ে না। স্নানঘরের স্যাঁতসেতে আবহাওয়াতেও স্পাইডার প্ল্যান্ট দিব্যি মানিয়ে নিতে পারে। স্নানঘরের ভ্যাপসা বাতাস শুদ্ধ করতেও গাছটি ভূমিকা নিতে পারে।

Advertisement

পিস লিলি

স্নানঘরের ফুলের ছোঁয়া মুহূর্তে বদলে দিতে পারে মেজাজ। পিস লিলি স্নানঘরেও দিব্যি মানায়। সবুজ পাতার ফাঁক-ফোঁকর দিয়ে সাদা ফুল মাথা দোলায়। অল্প আলো-বাতাসেও পিস লিলি সুন্দর বেড়ে ওঠে। শুধু স্নানঘর বলে নয়, যে কোনও স্থানেই পিস লিলি রাখা যেতে পারে। তবে সপ্তাহে ২-৩ দিন স্নানঘরের বাইরে হালকা রোদে গাছটি ৩-৪ ঘণ্টা রেখে দিলে সেটি ভাল থাকবে।

গোল্ডেন পোথোস

বাহারি এই গাছ রাখতে পারেন স্নানঘরে। লতানে এই গাছ আর্দ্র পরিবেশে খুব ভাল থাকে। কম আলো থেকে বেশি আলো সব জায়গাতেই এই গাছ সমান স্বচ্ছন্দ। গাছের পাতা হলদে হয়ে গেলে বা ঝরতে শুরু করলে আলো-হাওয়া আসে এমন স্থানে গাছটি কিছু দিনের জন্য রেখে দিতে পারেন। তবে সরাসরি সূর্যালোকে এটি রাখা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement