বিপদে থাকব পাশে, প্রমিস ডে-তে প্রিয় জনকে দিন প্রতিশ্রুতি

বৃহস্পতিবার ভ্যালেন্টাইন উইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন হল প্রমিস ডে। প্রতি বছর ১১ ফেব্রুয়ারি পালন করা হয় এই প্রমিস ডে। প্রেমের সপ্তাহের পঞ্চম দিন উদ্‌যাপন করা হয় এই প্রমিস ডে। সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিশ্রুতি। নিজেদের সম্পর্ককে আরও মজবুত আঁটসাট করতে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৭
Share:

ছবি: গেটি ইমেজেস।

চলছে প্রেমের সপ্তাহ। দিন তিনেক পরই ভ্যালেন্টাইন দিন। এর মধ্যে নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন প্রিয়জনকে সেদিন কী উপহার দেবেন। এক গোছা গোলাপ, না কী ডায়মন্ড রিং?

Advertisement

কিউট টেডি বিয়ার বা সুন্দর টাই সেট বা পারফিউমও উপহার দিতে পারেন। কিন্তু জানেন কী এইসব উপহারের থেকে কোন উপহার সবচেয়ে গুরুত্বপূর্ণ?

তা হল সুখে-দুখে পাশে থাকার অঙ্গীকার। বৃহস্পতিবার ভ্যালেন্টাইন উইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন হল প্রমিস ডে। প্রতি বছর ১১ ফেব্রুয়ারি পালন করা হয় এই প্রমিস ডে। প্রেমের সপ্তাহের পঞ্চম দিন উদ্‌যাপন করা হয় এই প্রমিস ডে।

Advertisement

সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিশ্রুতি। নিজেদের সম্পর্ককে আরও মজবুত আঁটসাট করতে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে।

এই প্রমিস ডে-তে প্রিয়জনকে দিন এই সব প্রতিশ্রুতি—

তোমায় অনেক অনেক বেশি ভালবাসব।

বিপদের মুখে তোমায় ফেলে চলে যাব না। সুখে-দুখে থাকব তোমার পাশে।

যে কোনও মূল্যে তোমায় রাখব সুখে, আনন্দে।

সব সময় আমি তোমার প্রতি সত্ এবং বিশ্বস্ত থাকব।

আমাদের সম্পর্কের মাঝে কোনও মিথ্যে, ছলচাতুরিকে রাখব না।

তোমায় কখনও কষ্ট দেব না। দেব না কোন মানসিক আঘাত।

তবে মনে রাখবেন এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না, যা পালন করতে পারবেন না।

তাই আর দেরি কেন, এখনই প্রিয়জনের নরম হাত ধরে নিজের মনের কথাটা বলে দিন। প্রিয়জনের মুখের হাসিই বলে দেবে তাঁর জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ।

এই সংক্রান্ত আরও খবর...

• আজ চকোলেট ডে, ভালবাসা মধুর করতে উপহার দিন চকোলেট

• আজ প্রপোজ ডে, বিয়ের প্রস্তাব দেওয়ার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন