skirt

এ বার এমন সব স্কার্টেই কাড়ুন নজর, সঙ্গের টপ কী রকম হবে?

ওয়ার্ডরোবে কোন ধরনের স্কার্ট রাখবেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:০৩
Share:

স্কার্ট হালফ্যাশনে ফের ‘ইন’। ছবি: শাটারস্টক।

কলকাতার পোশাকি ঘরানায় বাঙালিয়ানার পাশাপাশি পাশ্চাত্য সংস্কৃতিও আজ তাল মিলিয়ে পথ চলছে। শাড়ি-সালোয়ারে যেমন নতুনত্ব এসেছে, তেমনই পাশ্চাত্য পোশাকে ছেঁয়ে গিয়েছে দেশীয় নকশার ছোঁয়া।

Advertisement

স্কার্ট হালফ্যাশনে ফের ‘ইন’। কিন্তু কী ভাবে স্টাইলিং করলে নজরকাড়া লুক পাওয়া যাবে, তা নিয়ে অনেকের মধ্যেই নানা ভ্রান্ত ধারমা থাকে। মাল্টি কালারের স্কার্টের সঙ্গে ঠিক কোন রঙের টপ বাছলে, তা হবে নিখুঁত সাজ, এটা বুঝতেও অসুবিধা হয় অনেক সময়। অন্য দিকে অফিস বা পার্টিতে কেমন স্কার্ট পরা উচিত, সে বিষয় নিয়েও রয়েছে নানা ধোঁয়াশা।

ওয়ার্ডরোবে কোন ধরনের স্কার্ট রাখবেন? শারীরিক গঠন অনুযায়ী কী রকম স্কার্ট পরলে ভাল লাগবে? স্কার্ট পরে কী ভাবেই বা নিজস্ব স্টাইলকে ফুটিয়ে তুলবেন? এ সব নিয়েই রইল বেশ কিছু টিপ‌্স।

Advertisement

আরও পড়ুন: রাতে বাজারচলতি ক্রিম নয়, বেশি উপকার পেতে ব্যবহার করুন এই মিশ্রণ!

ববি প্রিন্টের এমন মিডিও হতে পারে আউটিংয়ের সঙ্গী।

স্কার্ট নির্বাচনে থাকুক নিজস্বতা:

সাধারণত স্কার্ট অনেক ধরনেরই হয়ে থাকে। শারীরিক গঠন ও পোশাকি স্টাইল বহন করার উপর ভিত্তি করেই স্কার্ট কেনা উচিত। লেস দেওয়া স্কার্টের চল ভারতীয় ফ্যাশনে বরাবরই জনপ্রিয়। যদি কেউ পাশ্চাত্য পোশাকে স্বাচ্ছন্দ বোধ করে থাকেন, তবে পরতেই পারেন ডেনিমের শর্ট স্কার্ট। তবে অফিসে শর্ট স্কার্ট না পরে বরং বেচে নিন মিডি স্কার্ট বা লং স্কার্ট। লং স্কার্ট পরেও যে কোনও অনুষ্ঠানে গেলে খুব সুন্দর দেখাবে।

আলমারিতে কোন ধরনের স্কার্ট:

অফিসে পরার জন্য আদর্শ পেনসিল স্কার্ট বা মিডি স্কার্ট। এতে আপনার ফর্মাল লুকটিও বজায় থাকবে। হালকা থেকে গাঢ় বা নিউট্রাল রঙের পেনসিল স্কার্ট কিনুন। অফিস সেরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বা সিনেমা দেখতে যাওয়ার জন্য আদর্শ হবে মিডি স্কার্ট। গরমে পরার জন্য একটা প্রিন্টেড সামার স্কার্ট ওয়ার্ডরোবে রাখতে পারেন। এ ছাড়াও অতি অবশ্যই সংগ্রহে রাখুন ডেনিম স্কার্ট।যাঁদের অফিসে ড্রেস কোড মেনে চলার ব্যাপার আছে, তাঁরা উইকএন্ডে ডেনিম স্কার্ট পরে আউটিংয়ে যেতেই পারেন।

আরও পড়ুন: ত্বক ও চুলের নানা সমস্যায় এক চিমটে মধুর এ সব কেরামতি আগে জানতেন?

অফিসে পরার জন্য আদর্শ পেনসিল স্কার্ট।

স্কার্টের সঙ্গে কেমন টপ:

এ তো গেল স্কার্টের কথা। কিন্তু স্কার্টের পাশাপাশি টপ কী কী থাকা উচিত তাও ভাবতে হবে বইকি! কিছু ক্যাজ়ুয়াল টি-শার্ট তো আছেই, সেই সঙ্গে রাখুন কয়েকটি বেসিক রঙের ট্যাঙ্ক টপ। সাদা শার্ট, ডেনিম শার্ট আর সলিড কালারের অফ শোল্ডার টপও খুব ‘ইন’। চেষ্টা করুন স্কার্টের সঙ্গে কনট্রাস্ট রঙের টপ বাছতে। সাদা-কালো বা লাল-হলুদ রঙের কনট্রাস্ট বরাবরই জনপ্রিয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন