শুধু রোগ-ব্যাধির নয়, রূপচর্চায়ও মধু বিশেষ কাজে আসে। ডায়েটে থাকা শুরু করে ত্বক ও চুলের জেল্লা— এ সবের আড়ালে লুকিয়ে আছে মধুর কেরামতি। ত্বক ও চুলের ক্ষতি করছে রুখতে অনেকেই ব্যবহার করছেন কমবেশি বাজারী উপকরণ। তবে সে সবের রাসায়নিক উপকারের চেয়ে অপকারই করে বেশি। তাই ত্বক ও চুলের যত্নে বেছে নিতেই পারেন প্রাকৃতিক কোনও উপাদান। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে রূপটানে মধুর কদর নতুন নয়। দৈনন্দিন জীবনে ত্বকের জেল্লা আনতে তাই মধুই হতে পারে সমাধান।
ত্বকের জেল্লা: দু’চামচ মধু ও দু’চামচ আমন্ড গুঁড়ো এক সঙ্গে মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে নিন। এই মিশ্রন শীত কালেও আপনার ত্বককে রাখবে চনমনে এবং উজ্জ্বল।
ফেসমাস্কে মধু: হাতের তালুতে কয়েক ফোঁটা মধু নিয়ে মুখে সরাসরি মালিশ করুন। সেই মধুর প্রলেপ না শুকনো অবধি মুখে রেখে দিন। যদি একান্তই সময় না থাকে, অন্তত পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।