Technology

এ বার স্মার্টফোনের ইশারায় চলবে জুতো! বাঁধতে হবে না ফিতেও!

যদি এমনটা হয়, হাতে রাখা স্মার্টফোন দিয়ে আপনার জুতোকে নিয়ন্ত্রণ করছেন, কেমন হয়? অবিশ্বাস্য মনে হচ্ছে? প্রযুক্তির অভিধানে আজ আর ‘অসম্ভব’ বলে কিছুই নেই। এই অসম্ভবকেই এ বার সম্ভব করেছে নাইকি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ১৪:০১
Share:
০১ ১৩

যদি এমনটা হয়, হাতে রাখা স্মার্টফোন দিয়ে আপনার জুতোকে নিয়ন্ত্রণ করছেন, কেমন হয়? অবিশ্বাস্য মনে হচ্ছে? প্রযুক্তির অভিধানে আজ আর ‘অসম্ভব’ বলে কিছুই নেই। এই অসম্ভবকেই এ বার সম্ভব করেছে নাইকি।

০২ ১৩

নাইকি নিয়ে এল স্মার্টফোন কন্ট্রোলযুক্ত নতুন স্পোর্টস শু।

Advertisement
০৩ ১৩

নতুন এই জুতোতে ফিতে আছে ঠিকই, কিন্তু এ জুতো পরার পর কষ্ট করে আপনাকে ফিতে বাঁধতে হবে না! আপনার অবস্থানের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে এই জুতো। অর্থাত্, খেলার সময় এক রকম, আবার হাঁটা বা স্রেফ বসে থাকা, অবস্থান বুঝে নিজেকে পরিবর্তিত করে নেবে জুতোর ফিতে।

০৪ ১৩

নাইকির নতুন এই স্পোর্টস শু হল সেল্‌ফ লেসিং। যাকে প্রযুক্তির ভাষায় বলা হচ্ছে ‘পাওয়ার লেসেস’।

০৫ ১৩

আপনার হাতের স্মার্টফোনটিতে থাকবে একে নিয়ন্ত্রণ করার চাবিকাঠি। ফোনের বাটন প্রেস করে এক নিমেষে জুতোর ফিতে আলগা অথবা শক্ত করতে পারবেন।

০৬ ১৩

মূলত বাস্কেটবল খেলোয়াড়দের জন্যই জুতোটি ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

০৭ ১৩

হাঁটা, খেলা বা দৌড়নোর সময় কী ভাবে জুতো ফিট হবে, তাও প্রোগামিং করা থাকবে তাতে।

০৮ ১৩

নাইকি জানিয়েছে, তাদের এই জুতোটি চার্জেবল। প্রতি জোড়ার জন্য একটি করে রিচার্জিং ম্যাট থাকবে, যা বিনামূল্যে পাওয়া যাবে জুতো কিনলে।

০৯ ১৩

তবে শুধু বাস্কেটবল নয়, অন্য স্পোর্টস শু-তেও এই ধরনের প্রযুক্তি ব্যবহারের চিন্তাভাবনা শুরু করছে নাইকি।

১০ ১৩

এই প্রথম নয়, এর আগেও জুতোতে প্রযুক্তি ব্যবহার নিয়ে গবেষণা করেছে নাইকি।

১১ ১৩

১৯৮৯-এ হলিউড ছবি ‘ব্যাক টু দ্য ফিউচার পার্ট টু’-তে মাইকেল জে ফক্স সেলফ লেসিং জুতো পরেছিলেন। সেই ছবি দেখেই অনুপ্রাণিত হয়ে ২০১৬-য় ‘সেলফ লেসিং শু’-এর লিমিটেড এডিশন বার করে নাইকি।

১২ ১৩

নাইকির নতুন সেলফ লেসিং এই জুতো প্রাথমিক ভাবে আমেরিকায় বিক্রি হবে বলে জানিয়েছে সংস্থা। দাম ৩৫০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ২৪৯৯০ টাকা।

১৩ ১৩

আগামী ১৭ ফেব্রুয়ারি জুতোটি বিশ্ব বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে নাইকি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement