Lifestyle

ভারতে দুর্দান্ত ফিচারের ৬.১ প্লাস নিয়ে আসছে নোকিয়া

স্যামসাঙ, ভিভো, ওপো এখন ভারতের বাজারে ছেয়ে গিয়েছে। গ্রাহকদের হাতে পছন্দসই মোবাইল সেট পৌঁছে দেওয়ার প্রতিযোগিতায় একে অন্যকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল নোকিয়া। কিন্তু ফের পাল্লা দিয়ে দুর্দান্ত ফিচার ও আকর্ষণীয় লুকের একের পর এক মডেল নিয়ে বাজারে আসছে নোকিয়া।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ১৬:৪৭
Share:
০১ ০৮

স্যামসাঙ, ভিভো, ওপো এখন ভারতের বাজারে ছেয়ে গিয়েছে। গ্রাহকদের হাতে পছন্দসই মোবাইল সেট পৌঁছে দেওয়ার প্রতিযোগিতায় একে অন্যকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল নোকিয়া। কিন্তু ফের পাল্লা দিয়ে দুর্দান্ত ফিচার ও আকর্ষণীয় লুকের একের পর এক মডেল নিয়ে বাজারে আসছে নোকিয়া।

০২ ০৮

এ মাসেই ভারতের বাজারে আসতে পারে নোকিয়া ৬.১ প্লাস। হংকং-এ ইতিমধ্যেই মোবাইলটি লঞ্চ করেছে নোকিয়া। দাম ২০ হাজার টাকার আশপাশেই। কিন্তু ভারতে এর দাম কত হবে সে বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি।

Advertisement
০৩ ০৮

গত মে-তেই চিনে এক্স ৬ লঞ্চ করেছিল নোকিয়া। ৬.১ প্লাস মডেলটি অনেকটা এক্স ৬-এর মতোই। রয়েছে ডুয়াল সিমের সুবিধা।

০৪ ০৮

ডিসপ্লে: অ্যান্ড্রয়েড ৮.১ অরিও ৫.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২২৮০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে এতে। আসপেক্ট রেশিও ১৯:৯।

০৫ ০৮

প্রসেসর: অক্টাকোর-কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ এসওসি।

০৬ ০৮

ক্যামেরা: ডুয়াল রিয়ার ক্যামেরা— ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।

০৭ ০৮

ফিচার: অপটিমাইজড কালার কনট্রাস্ট, পোট্রেট লাইটিং এফেক্ট, ডেপ্থ অব ফিল্ড, ফেস আনলক সাপোর্ট-এর মতো একগুচ্ছ এআই ফিচার রয়েছে এই মোবাইলে।

০৮ ০৮

স্টোরেজ: ৬৪ জিবি। এক্সপ্যান্ডেবল স্টোরেজ ৪০০ জিবি পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement