parenting ূূtips

ছোটরাও ঘরের কাজে উৎসাহী হতে পারে, ৫ পরামর্শ মাথায় রাখতে পারেন বাবা-মায়েরা

ছোটদের মধ্যে অনেকেই বাড়িতে বড়দের সাংসারিক কাজে সাহায্য করে। যারা করে না, কয়েকটি পরামর্শ তাদের অভিভাবকদের কাজে আসতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৮
Share:

প্রতীকী চিত্র। ছবি: এআই।

সন্তান অল্প বয়স থেকে তাঁদের কথা শুনবে বা বাধ্য হবে, সে ইচ্ছা সমস্ত অবিভাবকদের থাকে। বাস্তবে তা অনেক সময়েই ঘটে না। ফলে শুরু হয় মনোমালিন্য। আবার অল্পবয়সিদের মধ্যে অনেকেই ছোট থেকে বাধ্য হয়। এমনকি, তারা বাবা মায়েদের বাড়ির কাজে সাহায্যও করে। সন্তানদের দায়িত্বশীল করতে তুলতে কয়েকটি পদক্ষেপ কাজে আসতে পারে।

Advertisement

১) দেরি নয়: ঘরের কাজ ছোটদের শেখাতে অল্প বয়সেই উদ্যোগী হওয়া উচিত। ব্যবহার করা পোশাক গুছিয়ে রাখা বা নোংরা জুতো ঘরে ব্যবহার না করা— এই ধরনের ছোট ছোট কাজ তাদের শেখানো যেতে পারে। একই সঙ্গে তার ফলাফলও তাদের বোঝাতে পারলে, তারা দ্রুত শিখতে পারবে।

২) মজা থাকুক, জোর নয়: ছোটদের এই ধরনের কাজে জোর করা উচিত নয়। তার ফলে হিতে বিপরীত হতে পারে। তারা ওই কাজটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে। তাই যে কোনও কাজের মধ্যে কোনও খেলা বা মজাদার আঙ্গিক থাকলে তারা তা সহজেই পালন করবে।

Advertisement

৩) বড়দের দেখেই শেখা: ছোটরা বড়দের দেখে অনুকরণ করতে চায়। তাই বাড়ির কাজে ছোটদের সামনে করলে, তারা সহজেই বিষয়টির গুরুত্ব বুঝবে। ঘর পরিষ্কার করা থেকে রান্না— সবটাই। তবে ছোটদের আগুন বা জল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত।

৪) প্রশংসা: ছোটদের অল্প প্রশংসা করলেও তাদের মনোবল বৃদ্ধি পায়। ফলে সেই একই কাজ বার বার তাদের মধ্যে করার আগ্রহ তৈরি হয়। তাই ছোটরা সংসারের দৈনন্দিন কাজে সাহায্য করলে তারা কতটা নিখুঁত তা বিচার করা উচিত নয়।

৫) দায়িত্ব বণ্টন: ছোটদের কোনও কাজে নির্দেশ না দিয়ে, তার পরিবর্তে কয়েকটি বিকল্প সুযোগ দেওয়া উচিত। যেমন পড়ার টেবিলের বইগুলিকে সে আগে গুছিয়ে রাখবে, নাকি বিছানার চাদরটিকে ভাঁজ করে রাখবে। তাদের পছন্দ অনুয়ায়ী সুযোগ দিলে তারা কাজ করতে উৎসাহী হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement