Aneet Padda

ভাষাহীন ভালবাসা! পথকুকুরদের প্রসঙ্গে আপ্লুত ‘সইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত

‘সইয়ারা’ খ্যাত বলিউড অভিনেত্রী অনীত পড্ডা পোষ্যপ্রেমী। সম্প্রতি পথকুকুরদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। উপলব্ধি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:২৬
Share:

(বাঁ দিকে) অভিনেত্রী অনীত পড্ডা। পথকুকুরদের সঙ্গে অভিনেত্রী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

প্রথম ছবিতেই তাঁর নামের পাশে ‘তারকা’র তকমা বসেছে। তবে তা সত্ত্বেও ‘সইয়ারা’ খ্যাত বলিউড অভিনেত্রী অনীত পড্ডা মাটিতে পা রেখেই চলতে পছন্দ করেন। ব্যস্ত জীবনে অভিনেত্রীর মন ভাল রাখতে সাহায্য করে তাঁর পোষ্যেরা। সম্প্রতি পথকুকুরদের সঙ্গে একটি দিন কাটালেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

Advertisement

মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পথকুকুর এবং উদ্ধার করা হয়েছে এমন কুকুরদের দেখাশোনা করে। সেখানেই একটি গোটা দিন কাটিয়েছেন অনীত। সমাজমাধ্যমে পথকুকুরদের সঙ্গে তাঁর বেশ কিছু ছবিও অভিনেত্রী ভাগ করে নিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘‘এদের সঙ্গে কিছু ক্ষণ সময় কাটালাম, যারা ভাষা ছাড়াই ভালবাসে। পোশাকে ওদের রোম রয়ে গিয়েছে এবং মনের মধ্যে শান্তি।’’ একই সঙ্গে পথকুকুরদের পাশে দাঁড়ানোর জন্য অনুরাগীদের কাছে আবেদন করেছেন অনীত।

পোষ্য এবং তারকা

Advertisement

আলিয়া ভট্ট, জন আব্রাহাম থেকে শুরু করে জাহ্নবী কপূর বা শাহরুখ খান— একাধিক তারকার পোষ্য রয়েছে। তারকাদের ব্যস্ত জীবনের আড়ালে লুকিয়ে থাকে একাকিত্ব এবং নৈরাশ্য। তাঁদের জীবনের প্রতিটি পদক্ষেপের উপর ক্যামেরা তাক করা। তার থেকেও বড় কথা, প্রতিযোগিতাপূর্ণ ইন্ডাস্ট্রিতে প্রতি মুহূর্তে অন্যের চোখে ‘জাজ্ড’ হওয়ার আশঙ্কা। মনোবিদদের একাংশের মতে, সেখানে পোষ্য নিঃশর্ত ভাবে তাঁদের আপন হয়ে উঠতে পারে। পোষ্যের মাধ্যমেই বহু তারকার জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement