Pet Care Tips

আম-তরমুজ নিজে খাচ্ছেন, পোষ্যকেও খাওয়াচ্ছেন? বিড়ালের কি এমন খাবার খাওয়া চলে?

আদরের বিড়ালটি টুকিটাকি যা দেওয়া হয় সেটাই খায়। ফলও খেতে শিখেছে সে। কিন্তু চারপেয়ে পোষ্যেকে ফল খাওয়ানো কি আদৌ ভাল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৪:৩৪
Share:

পোষ্য মার্জারকে ফল খাওয়াচ্ছেন? ক্ষতি হবে না নিশ্চিত? ছবি: সংগৃহীত।

আদরের পোষ্য। তাকে না দিয়ে কি খাওয়া যায়? বিশেষত সে যদি খাওয়ার সময় জুলজুল করে তাকিয়ে থাকে, তা হলে যে মায়াও হয়। সে কারণেই আম, তরমুজও খাইয়ে দিচ্ছেন বিড়ালকে।

Advertisement

পশুরোগ চিকিৎসকেরা বলছেন, বিড়াল মাংসাশী প্রাণী। মানুষ যা যা খায়, তার সবটাই যে পোষ্যকে খাওয়ানো যায়, তা নয়। বরং বিড়ালের দৈনন্দিন পুষ্টি প্রাণিজ প্রোটিন থেকেই মিলতে পারে। মার্জারের জন্য উচ্চমাত্রার প্রোটিন, স্বল্পমাত্রার কার্বোহাইড্রেট, কিছু ভিটামিন, খনিজ জরুরি। তবে তার বেশিরভাগটাই প্রাণিজ খাবার থেকেই পেয়ে যায় বিড়াল। আর সুস্থ থাকার জন্য প্রয়োজন পর্যাপ্ত জল খাওয়া।

সাধারণত বিড়াল ফল খেতে চায় না। তবে ব্যতিক্রমও থাকে। অনেকে আবার মনে করেন তাকে ফল দেওয়া ভাল। আম, আঙুর, তরমুজ অনেক কিছুই বিড়ালকে খাইয়ে দেন। পশু চিকিৎসকেরা জানাচ্ছেন, তরমুজ বা ফল মাত্রই পোষ্যের জন্য ক্ষতিকর, তা নয়। তবে এগুলি আলাদা করে খাওয়ানোর দরকার নেই। বরং পুষ্টির হেরফেরে বিড়ালের ক্ষতি হতে পারে।

Advertisement

কারও প্রশ্ন থাকে তরমুজ খাওয়ানো যায় কি না। তরমুজ বিড়ালের জন্য বিষাক্ত নয় বলছেন পশুরোগ চিকিৎসক। তবে ডায়াবিটিস থাকলে এই ফল বাদ দেওয়াই ভাল। আবার একটি খাবার তিনটি বিড়ালকে দেওয়া হলে দেখা যাবে, তাদের শরীর আলাদা ভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। কারও হয়তো তরমুজ খেয়ে কিছু হল না, কিন্তু কোনও বিড়ালের বমি হল বা পেট খারাপ হল।

বিড়ালের প্রজাতি, বয়স এবং ওজন অনুযায়ী নির্ভর করে, তাকে ঠিক কতটা খাবার দেওয়া দরকার। সেই খাবারে উচ্চমাত্রার প্রোটিন থাকা ভীষণ জরুরি। মাছ, মুরগির মাংস, ডিম থেকেই প্রয়োজনীয় প্রোটিন পেতে পারে তারা। সাধারণত, সব্জি বা ফল তারা খুব একটা খেতে চায় না। তবে ব্যতিক্রমও থাকে।

সে কারণে পুষ্টিবিদেরা বলছেন, বিড়াল যদি ফল খায়, তা খুব অল্পই দিতে হবে। নিয়মিত নয় বরং মাঝেমধ্যে তরমুজ, কলা দেওয়া যেতে পারে। তবে বিড়ালের জন্য সব্জি ভাল মনে করেন কোনও কোনও পশু চিকিৎসক। তা রান্না করে খাওয়ানো যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement