Pet Care Tips

ছোট্ট চারপেয়ে সদস্যের হাবভাব এখনও ঠিক বোঝেন না? ৫ লক্ষণ দেখলেই সতর্ক হওয়া দরকার

প্রথম বার চারপেয়ে সদস্যকে ঘরে এনেছেন। জেনে রাখা দরকার, কোন কোন লক্ষণ প্রকাশ পেলে সময় নষ্ট না করে সারমেয়কে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৭:০১
Share:

সারমেয় শাবকের কোন লক্ষণ দেখলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া দরকার? ছবি: সংগৃহীত।

বাড়িতে এসেছে নতুন সদস্য। ছোট্ট চারপেয়ে চিকুকে নিয়ে মেতে উঠছেন পরিবারের সকলে। সে কী খাচ্ছে, কী করছে, তা নিয়েই সরগরম বাড়ি। প্রথম বার পোষ্যের অভিভাবক হওয়ার যেমন উত্তেজনা রয়েছে, তেমনই আছে দায়-দায়িত্ব। সেই কারণেই সারমেয় শাবকের আচার আচরণের অর্থ, তার হাবভাব বোঝা জরুরি। না হলে তাকে ভাল রাখা সম্ভব নয়। একই সঙ্গে জরুরি হল, তার অসুস্থতার লক্ষণ বোঝা।

Advertisement

ব্যাথা হচ্ছে কি?

ছটপটে পোষ্য শাবক হঠাৎ করেই চুপচাপ হয়ে যাচ্ছে। আগের মতো খেলতে চাইছে না বা দৌড়ঝাঁপ করছে না? খেয়াল রাখতে হবে, সে খুঁড়িয়ে হাঁটছে কি না বা যখন ঘুমোচ্ছে কোনও একটি বিশেষ দিকে কাত হয়ে থাকছে কি না। ঘন ঘন ডাকাডাকির অর্থও কিন্তু হতে পারে পোষ্যের কোনও শারীরিক কষ্টের লক্ষণ। পোষ্যের শরীরের কোনও অংশে হাত দিতে গেলে সে যদি বাধা দেয়, বুঝতে হবে সেখানে হয়তো ব্যথা রয়েছে। আচরণে এমন কোনও বদল হলে, দ্রুত পশুরোগ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া দরকার।

Advertisement

মুখ ফুলে গিয়েছে?

সারমেয় শাবক অনেক সময়ই না বুঝে বিষাক্ত জিনিস মুখে দিয়ে ফেলে। মানব শিশুর যেমন স্বভাব থাকে, তেমন স্বভাব থাকে কুকুরছানারও। আচমকা তার মুখ ফুলে গেলে, শ্বাস নিতে কষ্ট হলে একেবারেই দেরি না করে পশু হাসপাতালে বা পশুরোগ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। দীর্ঘ সময় সে চোখের আড়ালে থাকলেও, এই কারণেই খোঁজ নেওয়া জরুরি।

অস্থির ভাব, জোরে নিঃশ্বাস

আচমকা শ্বাসকষ্ট বা ছটফটানি ভাব থাকলেও সতর্ক হতে হবে। ক্রমাগত কাশি, সর্দিও পোষ্যের কষ্টের কারণ হতে পারে। হার্টের সমস্যা, সংক্রমণের জন্য আচমকা শ্বাস নিতে সমস্যা হতে পারে কুকুরের। এমন কোনও লক্ষণ দেখলে একেবারেই চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করা ঠিক নয়।

আচমকা ঝিমিয়ে পড়ছে

পোষ্য এমনিতে চনমনে, কিন্তু হঠাৎ করেই যেন সে শান্ত হয়ে গিয়েছে। কিছুটা ঝিমিয়ে পড়েছে। এমন ক্ষেত্রে লক্ষ রাখা দরকার, সে ঠিকমতো খাচ্ছে বা ঘুমোচ্ছে কি না? খাওয়া-ঘুমে যদি সমস্যা হয় এবং নিজেরাও তার আচরণ বদলের কারণ বুঝতে না পারেন, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া দরকার। পোষ্যের কষ্ট কিন্তু সে যেহেতু কথায় বলে বোঝাতে পারবে না, অসুখ বা শারীরিক সমস্যা বোঝার জন্য সে কারণেই পরীক্ষা-নিরীক্ষার দরকার হতে পারে।

বমি

আচমকা বমি বা ঘন ঘন মলত্যাগ করা শুরু করলেও একেবারেই দেরি করা ঠিক নয়। পেটে সংক্রমণ থেকেও যেমন এটা হতে পারে, তেমনই বিষাক্ত কিছু খেয়ে ফেললেও এমন লক্ষণ দেখা দিতে পারে। রক্তবমি বা মলের সঙ্গে রক্ত বেরোনোও বড় অসুখের ইঙ্গিতবাহী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement