ঠান্ডা পানীয়ের এই ব্যবহারগুলি জানতেন?

জানলে অবাক হয়ে যাবেন আপনার দৈনন্দিন ব্যবহারে অনেক উপকারে আসতে পারে এরা। কী সেগুলি? জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ১০:৩০
Share:
০১ ০৬

বাসন পরিষ্কার: বাসনে কালো দাগ? ঘষে মেজে ক্লান্ত? কিছুটা ঠান্ডা পানীয় (বিশেষত কালো কোল্ড ড্রিংক্স) পাত্রের মধ্যে ঢেলে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন বাসন চকচক করছে। ঠান্ডা পানীয়ের মধ্যে রয়েছে অ্যাসিড, যা কালো দাগ ধুয়ে মুছে সাফ করে দেবে।

০২ ০৬

বারবিকিউ সস্: সামনেই বড়দিন। এই সময় বাড়িতে নানা অনুষ্ঠান, পার্টি লেগেই থাকবে। বাড়িতে বানিয়ে ফেলুন বারবিকিউ সস্। টম্যাটো সসের সঙ্গে ঠান্ডা পানীয়। অবাক হলেন। বানিয়ে দেখতে পারেন।

Advertisement
০৩ ০৬

রঙের দাগ তুলতে: আপনার ছেলেমেয়ে প্রায়ই জামাকাপড়ে রং লাগিয়ে ফেলে। চিন্তা নেই, দাগ লাগা জায়গায় কিছুটা ঠান্ডা পানীয় ফেলে দিন। এ বার জায়গাটা স্ক্রাব করে সাবান মেশানো জলে ধুয়ে নিন। দাগ উঠে যাবে।

০৪ ০৬

চুলের যত্ন নিন: চমকে উঠলেন? এটাই সত্যি। ঠান্ডা পানীয়ে রয়েছে ফসফরিক অ্যাসিড, যা চুল ভাল রাখে।

০৫ ০৬

বাগান পরিচর্চায়: জানেন কি, বাগান পরিচর্চার কাজেও লাগে ঠান্ডা পানীয়? সারের গুণমান বাড়ায়, মাটির পিএইচ মাত্রা সঠিক রেখে গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে ঠান্ডা পানীয়।

০৬ ০৬

ফোটোয় ভিনটেজ লুক: ফোটোতে ভিনটেজ মোড আনতে চান? ডিসে কিছুটা ঠান্ডা পানীয় ঢেলে, ফটোগুলো ডুবিয়ে রাখুন। ফাটাফাটি ভিনটেজ লুক এসে যাবে আপনার ফোটোগুলিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement