Bike

দুর্দান্ত ফিচারের দু’টি বাইক আনল সুজুকি, দাম জেনে নিন

বরাবরই স্টাইল আর পারফরম্যান্সের দিকে নজর দেয় সুজুকি। ভারতের বাজারে এর আগেও বেশ কয়েকটি আকর্ষণীয় বাইক এনেছে তারা। বাইকপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে আবারও দুর্দান্ত ফিচার নিয়ে দু’টি মডেল আনল সুজুকি।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ১৮:১১
Share:
০১ ০৭

বরাবরই স্টাইল আর পারফরম্যান্সের দিকে নজর দেয় সুজুকি। ভারতের বাজারে এর আগেও বেশ কয়েকটি আকর্ষণীয় বাইক এনেছে তারা। বাইকপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে আবারও দুর্দান্ত ফিচার নিয়ে দু’টি মডেল আনল সুজুকি।

০২ ০৭

সুজুকি নিয়ে এল ২০১৮ এডিশনের দু’টি মডেল— গিক্সার এসপি এবং গিক্সার এসএফ এসপি।

Advertisement
০৩ ০৭

গিক্সার এসপি-র দাম ৮৭ হাজার ২৫০ টাকা। অন্য দিকে, এসএফএসপি মডেলটির দাম ১ লক্ষ ৬৩০ টাকা (দিল্লির এক্স শোরুমের দাম)

০৪ ০৭

২০১৮ এসপি এডিশন-এর দুটো রং বাজারে এনেছে সুজুকি— মেটালিক ম্যাজেস্টিক গোল্ড এবং গ্লাস স্পার্কেল ব্ল্যাক।

০৫ ০৭

এসপি এবং এসএফ এসপি— মডেল দুটোর লুক, স্টাইল আকর্ষণীয় করতে ফুয়েল ট্যাঙ্কের উপর এসপি এমব্লেম এবং গ্রাফিক্স ব্যাবহার করা হয়েছে।

০৬ ০৭

এসপি এবং এসএফ এসপি— দুটো মডেলই ১৫৫ সিসির। রয়েছে সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। এসপি-র আরপিএম ৮০০০, এসএফ এসপি-র আরপিএম ৬০০০।

০৭ ০৭

দুটো মডেলের ক্ষেত্রেই ব্রেক, সাসপেনসন অপরিবর্তিত রাখা হয়েছে। সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া-র এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব রাজশেখরন জানান, ২০১৪-য় গিক্সার বাজারে আনা হলেও, ২০১৮-র এডিশনের মডেলে আরও বেশি ভ্যালু অ্যাড করা হয়েছে।  

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement