economy class

বিশ্বের সেরা দশ ইকনমি ক্লাস এয়ারলাইন্স কোনগুলি জানেন?

কম খরচে তাড়াতাড়ি যাতায়াতের জন্য ইকনমি ক্লাসের উড়ানই সেরা। বিশ্বের কোন দশটি এয়ারলাইন্সের ইকনমি ক্লাসকে সেরা বলছে এয়ারলাইন্স রিভিউ-রেটিং সংস্থা স্কাইট্র্যাক্স, দেখে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৮ ১১:৪৭
Share:
০১ ১১

বিমান পরিষেবা শুধুমাত্র ধনীদের স্ট্যাটাস সিম্বল! এই কথাটা এখন আর খাটে না। বরং এটি হয়ে উঠেছে প্রয়োজনীয়। কম খরচে তাড়াতাড়ি যাতায়াতের জন্য ইকনমি ক্লাসের উড়ানই সেরা। বিশ্বের কোন দশটি এয়ারলাইন্সের ইকনমি ক্লাসকে সেরা বলছে এয়ারলাইন্স রিভিউ-রেটিং সংস্থা স্কাইট্র্যাক্স, দেখে নেওয়া যাক।

০২ ১১

স্কাইট্র্যাক্সের সমীক্ষায় ১০৫টি দেশের ১৯ কোটি ৫০ লক্ষ যাত্রীর মত নেওয়া হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্য, কর্মীদের ব্যবহার ও পরিষেবা, খাবারের মান, আরামদায়ক আসন, কেবিনের পরিবেশ, সব দিকই বিচার করা হয়েছে। প্রথম স্থানে রয়েছে থাই এয়ারওয়েজ। এটি অত্যন্ত আরামদায়ক এবং সস্তা, খাবারও দুর্দান্ত।

Advertisement
০৩ ১১

দ্বিতীয় স্থানে রয়েছে কাতার এয়ারওয়েজ: এই উড়ানে টিকিটে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায় অনেক সময়ই।

০৪ ১১

তৃতীয় স্থানটি আশিয়ানার দখলে। ইকনমি ক্লাসের জনপ্রিয়তার কারণে এটি আপগ্রেড করা হয়েছে গত বছরেও।

০৫ ১১

চতুর্থ স্থানে গরুড় ইন্দোনেশিয়া। এই সংস্থার কর্মীদের ব্যবহার সবচেয়ে ভদ্র বলেই উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

০৬ ১১

পঞ্চম স্থানে সিঙ্গাপুর এয়ারলাইন্স। পরিষেবা ও গুণগত মান বিচার করলে অন্যতম সেরা এটি, বলা হয়েছে এমনটাই।

০৭ ১১

ষষ্ঠ স্থানে রয়েছে জাপান এয়ারলাইন্স। এই সংস্থার বিমানে যাতায়াত অত্যন্ত নিরাপদ বলেই উল্লেখ করা হয়েছে।

০৮ ১১

সপ্তম স্থানে রয়েছে এমিরেটস। বিশ্বের ৬২টি দেশের ১০৩টি শহরে যাতায়াত রয়েছে এই উড়ান সংস্থার।

০৯ ১১

অষ্টম স্থানে রয়েছে আনা অল নিপ্পন এয়ারওয়েজ। এই বিমানের ইকনমি ক্লাসের আসন অত্যন্ত আরামপ্রদ। কর্মীদের ব্যবহারও অসম্ভব ভাল।

১০ ১১

নবম স্থানে রয়েছে ইভা এয়ার। আগেও এশিয়ার সেরা দূরপাল্লার এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি পেয়েছে এটি।

১১ ১১

দশম স্থানে রয়েছে লুফৎহানসা। জার্মানির জাতীয় বিমান পরিবহণ সংস্থার বিমানে যেতে স্বচ্ছন্দ বোধ করেন বহু যাত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement