Bike

রয়্যাল এনফিল্ডকে টক্কর দিতে আসছে জ়েপলিন, দেখে নিন ফিচার

জেপলিন কি পারবে রয়্যাল এনফিল্ডকে পাল্লা দিতে?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
সংবাাদ সংস্থা শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ১৭:২০
Share:
০১ ০৮

ক্রুজার বাইকের দুনিয়ায় পা দিচ্ছে টিভিএস মোটরস। বাজারে কানাঘুষো, শীঘ্রই আসতে চলেছে সংস্থার নয়া ক্রুজার, নাম জ়েপলিন। বলা হচ্ছে এই বাইক রীতিমতো টক্কর দেবে রয়্যাল এনফিল্ড বুলেটকে।

০২ ০৮

২২০ সিসি ইঞ্জিনের এই বাইক প্রথম প্রদর্শিত হয় চলতি বছরের অটো এক্সপোতে। বাজার চলতি অন্যান্য ক্রুজারের তুলনায় এর ফিচার অনেক বেশি। নিরাপত্তার দিক থেকে দেখলে জ়েপলিন খানিকটা বেশি ‘সেফ’, এমনটাও বলা হচ্ছে।

Advertisement
০৩ ০৮

জ়েপলিনের আরপিএম ও টর্ক অনেক বেশি। তাই অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে বেশি জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে জ়েপলিনের। পেট্রল ছাড়াও এটি চলবে ইলেকট্রিকে।

০৪ ০৮

ফ্রন্ট ব্রেক, রিয়ার ব্রেক, হুইল টাইপ ইত্যাদি এক হওয়ায় রয়্যাল এনফিল্ডের সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে জ়েপলিনের। তবে দেড় লক্ষ টাকার রয়্যাল এনফিল্ডে যা যা ফিচার রয়েছে, ১ লক্ষ ২০ হাজার টাকার জ়েপলিন তাকে ছাপিয়ে যাবে, মনে করছেন কেউ কেউ।

০৫ ০৮

রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনের ক্ষমতা অবশ্য জ়েপলিনের তুলনায় বেশি। ৩৪৬ সিসির তুলনায় জ়েপলিনের ইঞ্জিনের ক্ষমতা ২২০ সিসি।

০৬ ০৮

রয়্যাল এনফিল্ডের ট্রান্সমিশন ম্যানুয়াল হলেও বেশির ভাগ বিদেশি বাইকের মতো জ়েপলিনের ট্রান্সমিশন অটোমেটিক। রয়েছে হাইব্রিড ইলেকট্রিক মোটর, বেল্ট ড্রাইভ যা বাইক চালানোর অভিজ্ঞতা করে তুলবে আরও মসৃণ।

০৭ ০৮

জ়েপলিনে থাকছে এলইডি হেডল্যাম্প এবং সঙ্গে একটি এইচডি অ্যাকশন ক্যামেরা– যা নজর কাড়বে অ্যাডভেঞ্চার প্রিয় বাইকপ্রেমীদের। অনায়াসেই রেকর্ড করে রাখা যাবে গোটা বাইকের সফরটিও।

০৮ ০৮

ডুয়াল চ্যানেল এবিএস থাকার জন্য রয়্যাল এনফিল্ডের তুলনায় ব্রেকিং পাওয়ার অনেক বেশি জ়েপলিনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement