Underarm Botox

বাহুমূলেও বোটক্স করিয়েছেন উর্ফী! ঘামের দুর্গন্ধ রোধ করতে ট্রিটমেন্টটি কতটা কার্যকর?

সাধারণত কৃত্রিম ভাবে মুখের বলিরেখা দূর করার জন্য অনেকেই ‘বোটক্স’ চিকিৎসা করিয়ে থাকেন। মুখের পর চুলের জেল্লা বৃদ্ধির জন্যেও বোটক্স ট্রিটমেন্টের জনপ্রিয়তা বেড়েছে। তবে বাহুমূলে অতিরিক্ত ঘাম হওয়া রুখতেও কি বোটক্স কার্যকর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৪:৩৭
Share:

কী কারণে বাহুমূলে বোটক্স করিয়েছেন উর্ফী? ছবি: ইনস্টাগ্রাম।

ঘামের দুর্গন্ধে জেরবার? ভ্যাপসা গরমে পাখার তলায় দাঁড়িয়েই দরদর করে ঘাম হচ্ছে। রাস্তায় বেরোলে তো কথাই নেই। বাসে-ট্রেনে সফর করে যত ক্ষণে অফিসে পৌঁছলেন, দেখলেন গায়ের জামা চুপচুপে ভেজা। তা থেকে দুর্গন্ধও কম বেরোচ্ছে না। ফলে আপনার চারপাশের লোকজন রীতিমতো অতিষ্ঠ। যতই সুগন্ধি মেখে বার হন না কেন, দেখবেন ঘামের সঙ্গে সুগন্ধির গন্ধ মিশে গিয়ে আরও উৎকট গন্ধ তৈরি করছে। আর আপনার অস্বস্তি আরও বাড়ছে। এই সমস্যায় কিন্তু অনেকেই ভোগেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সমস্যা নিয়ে মুখ খুলেছেন উর্ফী জাভেদও। উর্ফী বলেন, ‘‘আমার বাহুমূল থেকে কোনও দুর্গন্ধ বেরোয় না। বাহুমূলে আমি বোটক্স করিয়েছি, এর ফলে আমার বাহুমূলে তেমন ঘাম হয় না। তাই কোনও দুর্গন্ধও হয় না।’’

Advertisement

সাধারণত কৃত্রিম ভাবে মুখের বলিরেখা দূর করার জন্য অনেকেই ‘বোটক্স’ চিকিৎসা করিয়ে থাকেন। এ ছাড়াও কাচের মতো স্বচ্ছ ত্বক পেতেও অনেকেই এই চিকিৎসার উপর ভরসা করেন। হলিউড-বলিউডের তারকাদের মধ্যে এই পদ্ধতি জনপ্রিয় হওয়ার পর এখন সাধারণ মানুষও ধীরে ধীরে বোটক্সের দিকে ঝুঁকছেন। মুখের পর চুলের জেল্লা বৃদ্ধির জন্যেও বোটক্স ট্রিটমেন্টের জনপ্রিয়তা বেড়েছে। তবে বাহুমূলে অতিরিক্ত ঘাম হওয়া রুখতেও কি বোটক্স কার্যকর?

কসমেটোলজিস্ট করুণা মলহোত্রের মতে বোটক্স করিয়ে নিলে ঘামের দুর্গন্ধ চিরতরে দূর হয়ে যাবে এমনটা নয়। করুণা বলেন, ‘‘বগলে বোটক্স করালে ঘামের দুর্গন্ধ সুগন্ধে বদলে যায় না। বোটক্স করালে ঘাম কম হয়, আর ঘাম কম মানে সেখানে ব্যাক্টেরিয়াও কম জন্মাবে। সেই কারণেই ঘামের দুর্গন্ধও কম হয়। বাহুমূলে যখন বোটক্সের ছোট ছোট ডোজ় দেওয়া হয়, তখন যে স্নায়ুগুলি ঘর্মগ্রন্থি উদ্দীপিত করার সঙ্কেত পাঠায়, সেগুলি সাময়িক ভাবে ব্লক হয়ে যায়। ফলে বেশ কয়েক মাস ধরে ঘাম কম হয়।’’

Advertisement

কেন করানো হয় এই ট্রিটমেন্ট?

অতিরিক্ত ঘাম থেকেই দুর্গন্ধ হয়। আর এই কারণে অনেক সময়ই লোকসমাজে অপ্রস্তুত হতে হয় অনেককে। এই সমস্যা থেকে রেহাই পেতে অনেকেই এখন বাহুমূলে বোটক্স করাচ্ছেন। করুণা বলেন, ‘‘তারকাদের দীর্ঘ সময় কাজের কারণে বাইরে থাকতে হয়। কখনও স্টেজে চড়া আলোয় কখনও রাস্তায় রোদ মাথায় নিয়েই শুটিং করতে হয়। তাই ঘাম হওয়া স্বাভাবিক। তবে দীর্ঘ সময় নিজেকে তরতাজা দেখানোর জন্য অনেক তারকাই এখন বাহুমূলে বোটক্স করাচ্ছেন।’’

বাহুমূলে বোটক্স করানোর জন্য একটি সেশনই যথেষ্ট। ২০ থেকে ৩০ মিনিট সময় লাগে এই ট্রিটমেন্টটি করাতে। এক বার এই ট্রিটমেন্ট করানোর পর চার থেকে ছয় মাস পর্যন্ত ঘাম কম হবে। তার পর কিন্তু আবার নতুন করে সেশন নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement