Lifestyle News

ফোন কিনবেন? জেনে নিন এ বছর কী কী নতুন ফোন আসছে বাজারে

পুরনো ফোনটাকে কি এ বার বিদায় করার কথা ভাবছেন? কিন্তু নতুন কী মডেল কিনবেন বুঝে উঠতে পারছেন না? তাড়াহুড়ো করবেন না। ভাল ফোন কিনতে চাইলে দরকার হলে অপেক্ষা করুন কিছুদিন।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ১০:১৭
Share:
০১ ০৮

নোকিয়া ডি১সি: ৫ অথবা ৫.৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে এই ফোনে। সঙ্গে পাবেন ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।<br> ১৬ এমপি ব্যাক ক্যামেরা ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। পাবেন অক্টা-কোর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর।

০২ ০৮

শাওমি নোট ৪: ৫.৫ ডিসপ্লে-র সঙ্গে পাবেন ১৩ এমপি ব্যাক ক্যামেরা, ২ জিবি র‌্যাম, ৪১০০ এমএএইচ ব্যাটারি এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।<br> শাওমি নোট ৪ প্রাইম মডেলটিতে পাবেন ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র‌্যাম।

Advertisement
০৩ ০৮

নোকিয়া সি১: ২৮০০ এমএএইচ ব্যাটারি, ৩২ জিবি স্টোরেজ, ১৩ এমপি ক্যামেরা, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে এবং ২ জিবি র‌্যাম পাবেন নোকিয়ার এই মডেলটিতে।

০৪ ০৮

মোটোরোলা মোটো জি৫ প্লাস: ৪ জিবি র‌্যাম পাবেন এই ফোনটিতে।<br> সঙ্গে থাকবে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ১৬ এমপি ব্যাক ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা এবং ৩৫০০ এমএএইচ ব্যাটারি। ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি।

০৫ ০৮

স্যামসুং গ্যালাক্সি এ৩: ১৬ ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পাবেন ২ জিবি র‌্যাম, <br> ১৩ এমপি ব্যাক ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা। থাকবে ২৩৫০ এমএএইচ ব্যাটারি, ৪.৭০ ইঞ্চি ডিসপ্লে।

০৬ ০৮

স্যামসুং গ্যালাক্সি এ৫: এই মডেলে পাবেন ৫.২০ ইঞ্চি ডিসপ্লে, ৩ জিবি র‌্যাম, ১৬ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা, <br> ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি।

০৭ ০৮

স্যামসুং গ্যালাক্সি এ৭: ৩৬০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে পাবেন ৫.৭০ ইঞ্চি ডিসপ্লে, ১৬ এমপি ব্যাক ও ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা।<br> এই মডেলে রয়েছে ৩২ জিবি ইন্টারন্যাল মেমরি এবং ৩ জিবি র‌্যাম।

০৮ ০৮

এইচটিসি ডিজায়ার ১০প্রো: ৪ জিবি র‌্যামের সঙ্গে পাবেন ৫.৫ ডিসপ্লে, ২০ এমপি ব্যাক ও ১৩ এমপি ফ্রন্ট ক্যামেরা।<br> ৩০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে পাবেন ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement