Coffee

Skin: কফি কি শুধুই খাওয়ার? মেখে দেখুন কী হয়

চোখের তলার কালো দাগ যাচ্ছে না? সাহায্য করতে পারে কফি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ১৭:৫২
Share:

প্রতীকী ছবি।

বর্ষার দিনে গরম গরম এক কাপ কফি দ্রুত আরাম দিতে পারে। আড্ডার ফাঁকে ঠান্ডা কফিও মন্দ লাগে না। কিন্তু এর যে আরও গুণ আছে, তা জানেন কি?
দিন দিন রূপচর্চার ক্ষেত্রে বেড়ে উঠছে কফির গুরুত্ব। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই বস্তু ত্বকের যত্ন নিতে দিব্যি সাহায্য করে। ত্বকের কোষে যে কোনও সমস্যা সারাতে পারে কফি।
রূপচর্চার জন্য কী ভাবে ব্যবহার করা যায় কফি? রইল কয়েকটি উপায়।

Advertisement

প্রতীকী ছবি।

১) চোখের তলায় পড়া কালি সরাতে কাজে লাগতে পারে কফি। এতে থাকে অনেক রকমের অ্যান্টি-অক্সিড্যান্ট। আছে ব্লিচিং এজেন্টও। তা চোখের তলার কালো দাগ হাল্কা করে দিতে পারে। কফি পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিটের জন্য। তার পরে ধুয়ে ফেললেই হবে। টানা এক সপ্তাহ করলেই দেখতে পাবেন ফল

২) কফির মধ্যে প্রদাহ কমানোর ক্ষমতাও রয়েছে। রয়েছে ব্যাক্টিরিয়ার সঙ্গে লড়ার গুণও। ব্রণর সমস্যা হলে তিন চামচ কফি, দু’চামচ চিনি আর তিন চামচ নারকেল তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেওয়া যায়। সারা মুখে তা মিনিট দশেক লাগিয়ে রাখলে কয়েক দিনেই ফল মিলবে

Advertisement

৩) বয়সের সঙ্গে ত্বকে দাগ-ছোপ দেখা দিতে শুরু করে। কফি পাউডার, কোকো আর দুধ একটি পাত্রে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। তাতে লেবুর রস আর মধু মিশিয়ে রোজ মুখে মাখলে অনেকটাই কমতে পারে সমস্যা। মিশ্রণটি একবারে বানিয়ে দিন তিনেক পর্যন্ত ফ্রিজে রেখে দেওয়া যায়। রোজ স্নানের আগে ২০ মিনিট মুখে মেখে রাখতে হবে

ত্বকে কোনও রকম সমস্যা না থাকলেও কফি মাখা যায়। জেল্লা বাড়বে কয়েক দিনেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement