Lifestyle News

গ্রুপ অ্যাডমিনদের আরও ক্ষমতা বাড়াতে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের

‘সেন্ড মেসেজ’ নামে নতুন একটি ফিচার আনল হোয়াটসঅ্যাপ। গ্রুপ অ্যাডমিনদের আরও বেশি ক্ষমতা দিতেই নতুন ফিচারটি নিয়ে এল এই সোশ্যাল প্ল্যাটফর্মটি।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জুন ২০১৮ ১৪:৩১
Share:
০১ ০৭

‘সেন্ড মেসেজ’ নামে নতুন একটি ফিচার আনল হোয়াটসঅ্যাপ। গ্রুপ অ্যাডমিনদের আরও বেশি ক্ষমতা দিতেই নতুন ফিচারটি নিয়ে এল এই সোশ্যাল প্ল্যাটফর্মটি।

০২ ০৭

কী রয়েছে নতুন এই ফিচারে? ধরা যাক, অ্যাডমিন গ্রুপে কোনও মেসেজ, ভিডিয়ো বা কোনও কমেন্ট শেয়ার করলেন। তিনি চাইছেন না গ্রুপের অন্য সদস্যরা সেটা নিয়ে কোনও মন্তব্য করুক। তখন তিনি ‘সেন্ড মেসেজ’ অপশনটা অ্যাকটিভ করে দিতে পারেন।

Advertisement
০৩ ০৭

ওই অপশন অ্যাকটিভ করলেই সদস্যরা তাঁর শেয়ার করা বিষয়টি শুধু দেখতে পারবেন, কিন্তু কোনও মন্তব্য করতে পারবেন না। এই নতুন ফিচারের একমাত্র অধিকারী গ্রুপ অ্যাডমিন। এ ক্ষেত্রে বলা যেতেই পারে, হোয়াটসঅ্যাপ এ বিষয়ে অ্যাডমিনকে ‘একচ্ছত্র’ অধিকার দিয়ে দিল।

০৪ ০৭

শুধু তাই নয়, গ্রুপ অ্যাডমিনই তাঁর শেয়ার করা বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাত্ তিনি যদি মনে করেন শেয়ার করা বিষয়টি ডিলিট করতে হবে, তিনি নিজেই ডিলিট করতে পারবেন, গ্রুপের অন্য সদস্যরা এ ক্ষেত্রে সেই অধিকার থেকে বঞ্চিত থাকবেন।

০৫ ০৭

এই নতুন ফিচারটি নিয়ে দ্বিধাবিভক্ত নেটিজেনরা। তাঁদের মতে, এটা অফিসের বস, শিক্ষক ও অধ্যাপকদের ক্ষেত্রে ভাল হতে পারে। কিন্তু পরিবার বা বন্ধু-বান্ধবদের ক্ষেত্রে নয়। কেন?

০৬ ০৭

তাঁদের অভিমত, দল বেঁধে গল্প, আড্ডার জন্যই এই সোশ্যাল প্ল্যাটফর্ম। নতুন এই ফিচার অ্যাকটিভ করলে অ্যাডমিনের একচ্ছত্র অধিকার কায়েম হবে। সে ক্ষেত্রে গল্পের সেই ‘এসেন্স’টাই উধাও হয়ে যাবে বলে মনে করেছেন অনেকে।

০৭ ০৭

গ্রুপ অ্যাডমিন এই অপশনটিকে অ্যাকটিভ করতে চাইলে তাঁকে প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। তার পর হোয়াটসঅ্যাপ ‘সেটিংস’-এ যেতে হবে। সেখানে গিয়ে ‘গ্রুপ ইনফো’ অপশনটা খুলতে হবে। এর পর ‘গ্রুপ সেটিংস’-এ গিয়ে ‘সেন্ড মেসেজ’ অপশনটায় ক্লিক করতে হবে। সেখানে ‘অনলি অ্যাডমিনস’ অপশনটা সিলেক্ট করলেই অ্যাকটিভ হয়ে যাবে ‘সেন্ড মেসেজ’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement