Wellness

World Yoga day: সকাল-সন্ধ্যা কী করছেন মলাইকা, শুনে ফারহা খানের এ কী মন্তব্য!

মলাইকা অরোরা বরাবরই শরীরচর্চা নিয়ে অত্যন্ত নিষ্ঠাবান। কিন্তু এই যোদ দিবসে কী করছেন তিনি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১০:৪৪
Share:

নিময়মিত যোগাভ্যাস করেন মলাইকা। ছবি: সংগৃহিত

শরীরচর্চা নিয়ে তাঁর মতো নিষ্ঠা বলিউডে পাওয়া মুশকিল। নিয়ম করে রোজ নানা রকম শরীরচর্চা করেন তিনি। কখনও সিঁড়ি দিয়ে ওঠানামা, কখনও স্কিপিং, কখনও উঠবোস— জিম ছাড়াও আরও কত ভাবে সারা দিনে ব্যায়াম করে নেওয়া যায়, তাঁর নিত্য ফিকির খোঁজেন মলাইকার অরোরা।

Advertisement

যোদ দিবসে তিনি অবশ্য অন্য কথা জানালেন। সকালে ঘুম থেকে উঠেই যোগ ব্যায়াম করবেন এবং রাতে শোওয়ার আগেও কিছু হালকা যোগাসন করবেন— এমনই পরিকল্পা তাঁরা। মলাইকার মতে, যে কোনও ধরনের শরীরচর্চাই আমাদের উপকারে লাগতে পারে। তবে বেশি না ভেবে, শুরু করে দেওয়া উচিত সকলেরই।

তাঁর ইনস্টাগ্রামে মলাইকা অনুগামীদের জিজ্ঞেস করেছিলেন, যোগ দিবসে কী পরিকল্পনা তাঁদের। সেখানে মজা করে পরিচালক ফারহা খান মন্তব্য করেন, ‘তোমার যোগাভ্যাসের ভিডিয়ো দেখাই আমার পরিকল্পনা।’ বান্ধবীর এই মন্তব্যে অবশ্য কোনও উত্তর দেননি মলাইকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement