ঘাস থেকে স্বচ্ছ কন্ডোম তৈরি করবেন বিজ্ঞানীরা

ঘাস থেকে তৈরি হবে কন্ডোম। বিজ্ঞানীরা এ বার সেই গবেষণাকেই সফল করতে চলেছেন। ইউনিভার্সিটি অব কুইনসল্যান্ডের একদল গবেষক সম্প্রতি তাঁদের এই নয়া আবিষ্কারের কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার ওই বিজ্ঞানীরা যদি সাফল্য পান, তবে এটাই হবে বিশ্বের অন্যতম স্বচ্ছ কন্ডোম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৪৮
Share:

ঘাস থেকে তৈরি হবে কন্ডোম। বিজ্ঞানীরা এ বার সেই গবেষণাকেই সফল করতে চলেছেন। ইউনিভার্সিটি অব কুইনসল্যান্ডের একদল গবেষক সম্প্রতি তাঁদের এই নয়া আবিষ্কারের কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার ওই বিজ্ঞানীরা যদি সাফল্য পান, তবে এটাই হবে বিশ্বের অন্যতম স্বচ্ছ কন্ডোম।

Advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে জন্মায় ওই বিশেষ প্রজাতির ঘাস। গবেষকদের দাবি, ‘স্পিনিফেক্স’ নামের ওই বিশেষ প্রজাতির ঘাস থেকে যে ফাইবার উৎপন্ন হয়, তা দিয়ে কন্ডোম তৈরির প্রধান উপাদান ল্যাটেক্সের গুণগতমান আরও উন্নত হবে। এই ঘাস দিয়ে তৈরি কন্ডোম পাতলা হলেও তার কার্যকারিতা কোনও অংশে কম হবে না।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর-পশ্চিমে ক্যামোউয়েল অঞ্চলেই এই জাতীয় ঘাসের জন্ম। সেখানকার আদি জনগোষ্ঠী ‘ইন্দজালান্দজি-ধিধানু’-র সঙ্গে যৌথ উদ্যোগে ওই ঘাস থেকে ন্যানো সেলুলোস বের করছেন গবেষকরা। সেই উপাদান কন্ডোমের ল্যাটেক্সে মিশিয়ে নতুন ধরনের এই কন্ডোম তৈরি করা হবে।

Advertisement

আরও পড়ুন

কোন কাপলদের প্রেম টেকে? জেনে নিন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement