সঙ্কট মোচনে শিবির করার আর্জি স্বাস্থ্য দফতরের

রক্ত বাড়ন্ত বালুরঘাটের ব্যাঙ্কে

রক্ত সঙ্কট শুরু হয়েছে বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে। লোকসভা ভোটের বিধিনিষেধে দক্ষিণ দিনাজপুরে রক্ত সংগ্রহের কাজে ভাটা পড়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। ব্লাড ব্যাঙ্ক সূত্রে খবর, বালুরঘাট হাসপাতালে রোজ ২০ ইউনিট রক্তের প্রয়োজন। মহকুমা হাসপাতাল থেকে স্থানীয় নার্সিংহোম সব মিলিয়ে মাসে জেলায় রক্তের দরকার হয় গড়ে ৬০০ ইউনিট। তা ছাড়া প্রতিমাসে থ্যালাসেমিয়া রোগীর ১০০-র বেশি প্যাকেট প্রয়োজন হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ০৬ মে ২০১৪ ০২:১৪
Share:

রক্ত সঙ্কট শুরু হয়েছে বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে। লোকসভা ভোটের বিধিনিষেধে দক্ষিণ দিনাজপুরে রক্ত সংগ্রহের কাজে ভাটা পড়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। ব্লাড ব্যাঙ্ক সূত্রে খবর, বালুরঘাট হাসপাতালে রোজ ২০ ইউনিট রক্তের প্রয়োজন। মহকুমা হাসপাতাল থেকে স্থানীয় নার্সিংহোম সব মিলিয়ে মাসে জেলায় রক্তের দরকার হয় গড়ে ৬০০ ইউনিট। তা ছাড়া প্রতিমাসে থ্যালাসেমিয়া রোগীর ১০০-র বেশি প্যাকেট প্রয়োজন হয়।

Advertisement

হাসপাতাল সূত্রের খবর, তিন দিন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে নেগেটিভ গ্রুপের রক্ত নেই। রবিবার পর্যন্ত ব্লাড ব্যাঙ্কের মজুত তালিকায় ছিল এ ও বি পজিটিভ গ্রুপের ৩০ প্যাকেট রক্ত। বিধিনিষেধের কারণে রাজনৈতিক দলগুলির রক্তদান শিবিরের আয়োজন সম্ভব না হলেও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবির করার উদ্যোগ নেয়। যদিও, রক্তের চাহিদা পূরণ করা সম্ভব হয়নি বলে ব্লাড ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে। জেলার স্বাস্থ্য কেন্দ্র থেকে হাসপাতাল সবই বালুরঘাট জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের রক্তের জোগানের উপরই নির্ভরশীল।

সম্প্রতি বালুরঘাট ব্লকের রাজুয়া হাই স্কুল এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল। সেখান থেকে ৫৭ ইউনিট রক্ত সংগ্রহ হয়। যদিও রক্তের পরীক্ষা এখনও হয়নি। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ভারপ্রাপ্ত চিকিৎসক অনিরুদ্ধ মৃধ্যা বলেছেন, “রক্তের অভাব রয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থাকে আমরা শিবির করার জন্য আবেদন করেছি। কিছু সংস্থা এগিয়ে আসছে। আরও শিবিরের প্রয়োজন।” ২৪ এপ্রিল বালুরঘাট কেন্দ্রের ভোট হয়েছে। নির্বাচন বিধি লাগু থাকার বিষয়টি নিয়ে কোনও রাজনৈতিক দল বা শাখা সংগঠন শিবিরে উৎসাহী নয় বলে জানিয়েছে। তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেন শীল বলেন, “ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কট সমাধানের বিষয়ে উদ্যোগী হব।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন